P V Sindhu

শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু, ‘তুমি অনুপ্রেরণা’ বললেন প্রধানমন্ত্রী

শুরু থেকেই জাপানি শাটলারকে দমিয়ে রেখেছিলেন তিনি। ওকুহারাকে উড়িয়ে বিশ্ব খেতাব জয়ের পরেই অভিনন্দনের ঢেউ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৩:০০
Share:

ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু। ছবি: এএফপি।

প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু। আর তার পর থেকেই সোনার মেয়েকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ভারতীয় ক্রীড়া মহল। খেতাবের লড়াইয়ে নজোমি ওকুহারাকে (২১-৭, ২১-৭) গেমে কার্যত গোহারা হারিয়ে দেন সিন্ধু। শুরু থেকেই জাপানি শাটলারকে দমিয়ে রেখেছিলেন তিনি। ওকুহারাকে উড়িয়ে বিশ্ব খেতাব জয়ের পরেই অভিনন্দনের ঢেউ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সুইত্জারল্যান্ডের বাসেলে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পরেই প্রধানমন্ত্রী সিন্ধুকে টুইটারে লেখেন,‘অনবদ্য প্রতিভা পি ভি সিন্ধু। সোনার পদক জয়ে ভারতকে আবারও গর্বিত করার জন্য অনেক অভিনন্দন। ব্যাডমিন্টনের প্রতি তোমার আগ্রহ ও একাগ্রতা নতুন প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে।’

সিন্ধুর সোনা জয় নিয়ে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর টুইট করেন, ‘অনন্য পারফরম্যান্স। বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয় অভূতপূর্ব।’

Advertisement

আর এক ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল টুইট করেন,‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অনেক অভিনন্দন তোমাকে।’

সিন্ধুকে শুভেচ্ছা জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে মহম্মদ কাইফ।

টুইট করে সহবাগ লেখেন,‘বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন। তুমি অনুপ্রেরণা।’

রাজনৈতিক মহল থেকেও শুভেচ্ছা আসতে থাকে। সিন্ধুর সোনা জয়ের পরেই ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু থেকে যোগী আদিত্যনাথ প্রত্যেকেই অভিনন্দন জানান। অভিনন্দন জানানো হয় কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকেও।

সোনা জয়ের পর পি ভি সিন্ধু বলেন “‘আজ আমার মা-র জন্মদিন। ভাবছিলাম মাকে কী উপহার দেব। অবশেষে এই সোনাই তাঁকে উপহার দিলাম।’’

আরও পড়ুন: রেকর্ডের অপর নাম! বিধ্বংসী সিন্ধুর এই কীর্তিগুলো মনে পড়ে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement