প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র
২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের যথাসাধ্য চেষ্টা করবে ভারত, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ বছর পরে এ বার ভারতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির অধিবেশন বসেছে। সেখানেই এই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন, শুধু ২০৩৬ সালের অলিম্পিক্স নয়, ২০২৯ সালে যুব অলিম্পিক্স আয়োজনের জন্যও ঝাঁপাবে ভারত।
অধিবেশনে মোদী বলেন, ‘‘ভারত অলিম্পিক্স আয়োজনে আগ্রহী। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের যথাসাধ্য চেষ্টা করব আমরা। এটাই ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। সবার সমর্থন নিয়ে এই স্বপ্ন সত্যি করার চেষ্টা করব। ২০২৯ সালের যুব অলিম্পিক্স আয়োজনেরও চেষ্টা করব। আমি নিশ্চিত আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির থেকে সমর্থন পাব।’’
ভারতে খেলার গুরুত্ব এখন কতটা সেই কথাও জানিয়েছেন মোদী। তাঁর মতে, গত কয়েক বছরে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি করেছে দেশ। খেলার প্রতি মানুষের উৎসাহও অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘খেলায় কেউ হারে না, কেউ জেতে না, সবাই কিছু না কিছু শেখে। গত কয়েক বছরে ভারতে খেলার আগ্রহ অনেক বেড়েছে। ক্রীড়াক্ষেত্রে যারা ভাল করছে তাদের সবাইকে শুভেচ্ছা।’’
অধিবেশনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাক। তিনিও ভারতে খেলাধুলোর উন্নতি দেখে খুশি। বাক বলেন, ‘‘আমি নিশ্চিত এশিয়ান গেমসে ভারত যা পারফর্ম করেছে তাতে গোটা অলিম্পিক্স কমিটি গর্ব করছে। ভারতের তরুণ প্রজন্ম খেলার বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে। বিশ্ব ক্রীড়ার ক্ষেত্রে এটি খুব ইতিবাচক বিষয়।’’
উল্লেখ্য, এ বারের এশিয়ান গেমসে ১০৭টি পদক পেয়েছে ভারত। এই প্রথম এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক জিতেছে দেশ। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এশিয়ান গেমসের এই সাফল্যের পরে অলিম্পিক্স আয়োজনে আগ্রহ দেখিয়েছে ভারত। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তারা।