pele

Pele: হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন পেলে, জানালেন তাঁর মেয়ে

সারা বিশ্বে করোনার প্রভাব ছড়িয়ে পড়ার পর থেকে পেলেকে জনসমক্ষে আর দেখা যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬
Share:

ব্রাজিলে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। —ফাইল চিত্র

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে পেলেকে। বাড়িতেই বিশ্রাম নিয়ে সুস্থ হবেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। ব্রাজিলে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। অন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

পেলের মেয়ে কেলি বলেন, “অনেকটা শক্তি ফিরে পেয়েছে বাবা। হাসপাতাল থেকে ফিরে বাড়িতেই চিকিৎসা হবে।” ৮০ বছর বয়স পেলের। ৪ সেপ্টেম্বর শারীরিক কিছু সমস্যার কারণে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর অন্ত্রে সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচার করা হয় তাঁর। আইসিইউ-তেও রাখা হয়েছিল তাঁকে। তবে পেলেকে কবে ছাড়া হবে, তা নির্দিষ্ট করে জানাননি কেলি।

Advertisement

বিশ্বে করোনার প্রভাব ছড়িয়ে পড়ার পর থেকে পেলেকে জনসমক্ষে আর দেখা যায়নি। তাঁর বাবার চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে এর আগেও নেটমাধ্যমে জানিয়েছিলেন কেলি। বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে পেলের। কোমরে সমস্যা রয়েছে। কোনও সাহায্য ছাড়া হাঁটা তাঁর পক্ষে অসম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement