pele

Pele: আইসিইউ-তে রয়েছেন পেলে, অস্ত্রোপচার করে কোলন থেকে বাদ দেওয়া হয়েছে টিউমার

হাসপাতালে থাকাকালীন তিনি কী করছেন তাও জানিয়েছেন ব্রাজিল তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৫
Share:

সুস্থ হয়ে উঠছেন পেলে। —ফাইল চিত্র

আইসিইউ-তে রাখা হয়েছে পেলেকে। ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারের কোলনে টিউমার ছিল। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে তা। আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। পেলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের তরফে বলা হয়েছে, “জ্ঞান ফিরেছে পেলের। শারীরিক অবস্থা স্থিতিশীল।” পেলে যে সুস্থ আছেন, তা তিনি স্বয়ং পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। তিনি ইনস্টাগ্রামে মজা করে লেখেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’

Advertisement

হাসপাতালে থাকাকালীন তিনি কী করছেন, তাও জানিয়েছেন ব্রাজিল তারকা। তিনি লেখেন, ‘এই ক’দিন এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি।’ গত শনিবার তাঁর শরীরে টিউমার ধরা পড়ে। তবে সেটা ক্যানসার কি না তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement