প্রশান্ত কর্মকার।—ফাইল চিত্র।
২০১০ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী প্যারা সুইমার প্রশান্ত কর্মকারকে তিন বছরের জন্য নির্বাসিত করল প্যারা অলিম্পিক কমিটি অব ইন্ডিয়া(পিসিআই)। অভিযোগ, বছর খানেক আগে জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে মহিলা প্রতিযোগীদের ভিডিও রেকর্ডিং করেছিলেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে পিসিআই।
এক দশকের উপর আন্তর্জাতিক স্তরে দেশকে সাফল্য এনে দিয়েছেন বাংলার প্রশান্ত। ৩৭টি আন্তর্জাতিক পদকও আছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই সাঁতারুর ঝুলিতে।
গত বছর জয়পুরে আসর বসেছিল জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের। ২০১৭-র ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলেছিল এই টুর্নামেন্ট। এখানেই মহিলা সাঁতারুদের ভিডিও রেকর্ড করার অভিযোগে নির্বাসিত করা হয়েছে প্রশান্তকে। মৌখিক অভিযোগের ভিত্তিতে নয়, লিখিত অভিযোগের ভিত্তিতেই তাঁকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে পিসিআই।
আরও পড়ুন: যদি আমার ২০০৩ বিশ্বকাপ দলে ধোনি থাকত, আক্ষেপ সৌরভের
আরও পড়ুন: আইপিএলের সেরা পাঁচ বিতর্ক
পিসিআই-এর পক্ষ থেকে জানান হয়, ওই ইভেন্ট চলাকালীন নিজের এক সহযোগীকে মহিলা সাঁতারুদের ভিডিও রেকর্ড করতে বলেন প্রশান্ত। প্রতিযোগীদের পরিবারের লোক আপত্তি জানালেও তা ভ্রুক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পরে অবশ্য প্রশান্তর সেই সহযোগী রেকর্ডিং বন্ধ করে দেন। কিন্তু তিনি রেকর্ডিং করা বন্ধ করলেও, প্রশান্ত নিজে এসে ফের ভিডিও রেকর্ডিং শুরু করেন। পরে তাঁকে সেই ভিডিও ডিলিট করতে বলা হলেও তর্ক জুড়ে দেন প্রশান্ত। জানতে চান কেন তাঁর সহযোগীকে ভিডিও করতে দেওয়া হয়নি।
এই ঘটনার পরে পুলিশ আটক করে প্রশান্তকে। পরে ভিডিও ডিলিট করায় তাঁকে ছেড়ে দেওয়া হয় পুলিশ। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দেয় পিসিআই। অভিযোগ প্রমাণীত হওয়ায় নির্বাসিত করা হল প্রশান্তকে।