Yashasvi Jaiswal

যশস্বীকে দেখে শেখো, বার্তা শোয়েবের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৬
Share:

চর্চা: যশস্বীর উত্থানে মুগ্ধ প্রাক্তন পাক ক্রিকেটাররাও। ফাইল চিত্র

তাঁর দাপটেই পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে। তাঁর সেঞ্চুরির সামনে অসহায় দেখিয়েছে পাকিস্তানি বোলারদের। অথচ সেই যশস্বী জয়সওয়ালের নিয়ে প্রশংসাই ভেসে আসছে ওয়াঘার ও-পার থেকে। প্রশংসা করছেন শোয়েব আখতার, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা।

Advertisement

বুধবার নিজের ইউ টিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘‘যশস্বীকে দেখে শেখা উচিত পাকিস্তানি ক্রিকেটারদের। কিছু দিন আগেই যাকে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছিল, সেই যশস্বী এখন উৎকর্ষের পিছনে ছুটছে। আর অর্থ ছুটছে ওর পিছনে।’’ কী ভাবে দারিদ্রের সঙ্গে লড়াই করে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তারকা আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা ভালই জানেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলে পরিচিত শোয়েব বলেছেন, ‘‘ভারতের এই ছেলেটা, যশস্বী, গ্রাম থেকে শহরে এসেছিল ক্রিকেটার হবে বলে। শুনেছি, গোয়াল ঘরে রাত কাটিয়েছে, তার পরে পানিপুরি (ফুচকা) বিক্রি করেছে টাকার জন্য। আর এখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সেঞ্চুরি করছে।’’

শোয়েব মনে করেন, যশস্বীর এই জীবন যুদ্ধের ইতিহাস থেকে পাকিস্তানের খুদে ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে। প্রাক্তন ফাস্ট বোলারের কথায়, ‘‘যশস্বীর এই লড়াইয়ের ইতিহাস থেকে শিখুক আমাদের ক্রিকেটাররা।’’ এর পরে শোয়েবের ভবিষ্যদ্বাণী, ভারতের সিনিয়র দলের হয়ে খেলবেন যশস্বী। প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, ‘‘রাজস্থান রয়্যালস ওকে আইপিএলে কিনেছে। আমার কথাটা মনে রাখবেন। এই ছেলেটা অনেক দূর যাবে। ওর দক্ষতা আছে, আবেগ আছে, খেলাটার প্রতি ভালবাসা আছে। ভারতের সিনিয়র দলের প্রতিনিধিত্ব করবে যশস্বী। আমি গ্যারান্টি দিচ্ছি।’’

Advertisement

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন যশস্বী। তিনটি হাফসেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি হয়ে গিয়েছে তাঁর। ভারতীয় ওপেনারের ব্যাটে ভর করেই এগিয়ে চলেছে যুব দল। ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন শাহিদ আফ্রিদিও। প্রাক্তন পাক অলরাউন্ডার টুইটারে লিখেছেন, ‘‘নিখুঁত পারফরম্যান্সের জন্য যশস্বীদের অভিনন্দন। ভারতীয় ক্রিকেট পরিকাঠামো এতটাই ভাল যে, দারুণ, দারুণ সব ক্রিকেটার উঠে এসেছে। পাকিস্তানি ক্রিকেটাররা এই ম্যাচে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement