Hockey

১৯ বছর পর পাকিস্তানের মাটিতে হকির বড় প্রতিযোগিতা, খেলতে হতে পারে ভারতকেও!

এশিয়ান গেমসে সোনা জিততে না পারলে প্যারিস অলিম্পিক্সের টিকিট জোগাড় করতে ভারতীয় হকি দলকে যেতে হবে পাকিস্তানে। সে ক্ষেত্রে ক্রিকেটের মতো দর কষাকষির সুযোগ না-ও থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ২২:১৭
Share:

—প্রতীকী চিত্র।

এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। একই রকম কঠোর অবস্থান হকি ইন্ডিয়া নিলে প্যারিস অলিম্পিক্সে নাও দেখা যেতে পারে টোকিয়োর ব্রোঞ্জ জয়ীদের। কারণ, আগামী অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা হবে পাকিস্তানে।

Advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে আগেই। এ বার সেই পথে হাঁটল আন্তর্জাতিক হকি ফেডারেশন। অলিম্পিক্স হকির যোগ্যতা অর্জন প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। ১৯ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে বিশ্ব পর্যায়ের কোনও হকি প্রতিযোগিতা।

আসন্ন এশিয়ান গেমসে ভারত হকিতে সোনা জিততে পারলে সরাসরি ২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে। না হলে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা। ২০২৪ সালের ১৩ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত লাহোরে হবে এই প্রতিযোগিতা।

Advertisement

আন্তর্জাতিক হকি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হায়দর হুসেন বলেছেন, ‘‘পাকিস্তানের হকিপ্রেমীরা প্রায় ২০ বছর ঘরের মাঠে নিজেদের দলের খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের আশা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা পাকিস্তানের হকিতে নতুন প্রাণ সঞ্চার করবে।’’ উল্লেখ্য, ২০০৪ সালে শেষ বার পাকিস্তানের মাটিতে কোনও বড় হকি প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি পাকিস্তানের হকি কর্তারাও। পাকিস্তান হকি ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানে আবার বড় মাপের আন্তর্জাতিক হকি ফেরানোর ব্যাপারে আমাদের প্রস্তাবে সমর্থন জানিয়েছে অনেক সদস্য দেশ। তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ। আমরা নিশ্চিত এই প্রতিযোগিতা পাকিস্তানের হকি নিয়ে নতুন করে উৎসাহ তৈরি করবে।’’ এশিয়ান গেমসে সোনা জিতলে অবশ্য পাকিস্তানকে দেশের মাটিতে যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় খেলতে হবে না। সরাসরি প্যারিসে খেলার সুযোগ পাবে। যদিও শেষ দু’টি অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পাকিস্তান।

এশিয়ান গেমসে সোনা জয়ী দেশ বাদে ক্রমতালিকা অনুযায়ী এশিয়ার সেরা পাঁচটি দেশ যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। পাকিস্তান সেই দেশগুলির মধ্যে না থাকলেও আয়োজক হিসাবে খেলতে পারবে। পাকিস্তানে খেলতে যেতে হতে পারে ভারতকেও। হকিতে কিন্তু ক্রিকেটের মতো দর কষাকষির সুযোগ নাও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement