চর্চায়: পাকিস্তানের বিরুদ্ধে ফেরানো হতে পারে লিয়েন্ডারকে। ফাইল চিত্র
পাকিস্তানে ডেভিস কাপ টাই খেলার ব্যাপারে নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। ফের আন্তর্জাতির টেনিস সংস্থাকে (আইটিএফ) জানিয়ে দিল ভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। পাকিস্তান থেকে আসন্ন ডেভিস কাপ টাই আইটিএফ নিরপেক্ষ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেয়নি পাকিস্তান টেনিস সংস্থা (পিটিএফ)। কেন টাই সরানো হল প্রশ্ন তুলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এআইটিএ-র কাছে তাদের অবস্থান জানতে চায় আইটিএফ। তখনই এআইটিএ জানায়, নিজেদের অবস্থানে তারা অনড়।
আইটিএফের স্বাধীন ট্রাইবুনাল এ বার পাকিস্তানের আবেদন খতিয়ে দেখে ১৮ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এআইটিএ সচিব হিরণ্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘পাকিস্তানের আবেদনের পরে আমাদের জবাব জানতে চেয়েছিল আইটিএফ। আমাদের অবস্থান পাল্টায়নি। আমরা এখনও মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। তাই নিরপেক্ষ কেন্দ্রে খেলা হলে ভাল। মঙ্গলবার আমাদের জবাব জানিয়ে দেব আইটিএফকে। এর পরে আইটিএফ ১৮ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’’
পিটিএফ মনে করে, দু’দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকলেও এখন ডেভিস কাপ টাই আয়োজন করার ক্ষেত্রে পাকিস্তান নিরাপদ। পিটিএফ প্রেসিডেন্ট সেলিম সইফুল্লা খান বলেছেন, আইটিএফ যদি তাঁদের আবেদন নাকচ করে দেয়, তা হলে অন্য বিকল্পের খোঁজে থাকবেন তাঁরা। ‘‘আমরা তখন আইটিএফকে বলতে পারি, কোনও নিরপেক্ষ কেন্দ্র আমরা বেছে নিতে পারব না। আমরা তখন আইটিএফর-কে অনুরোধ করব এআইটিএর কাছে জানতে চাওয়া হোক, তারা কোথায় খেলতে চায়,’’ বলেছেন পিটিএফ প্রেসিডেন্ট।
এই টাই হওয়ার কথা ২৯ ও ৩০ নভেম্বর। কিন্তু আইটিএফের সিদ্ধান্ত ১৮ নভেম্বর আসলে সমস্যায় পড়ে যেতে পারে এআইটিএ। কারণ, সেক্ষেত্রে ভিসার ব্যবস্থা-সহ চার দিনের মধ্যে তাদের উড়ে যাওয়ার আয়োজন করতে হবে। এআইটিএ টাইয়ের অন্তত পাঁচ দিন আগে খেলোয়াড়দের সে দেশে পাঠাতে চায়। যাতে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন খেলোয়াড়েরা।