পাকিস্তানের হকি দল। ছবি: এক্স (টুইটার)।
আজলান শাহ হকিতে গত বছর রানার্স হয়েছিল পাকিস্তান। প্রাপ্য টাকা না পাওয়ায় তাদের এ বার আমন্ত্রণই জানাল না মালয়েশিয়া হকি ফেডারেশন। প্রাক্তন এক কর্তার সিদ্ধান্তকেই এ জন্য দুষছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) বর্তমান কর্তারা।
গত বছর আজলান শাহের সময় পাকিস্তানের তৎকালীন এক হকি কর্তা খারাপ আচরণ করেছিলেন আয়োজকদের সঙ্গে। মালয়েশিয়া হকি ফেডারেশনকে প্রাপ্য টাকা দেননি। বিষয়টি ভাল ভাবে নেননি মালয়েশিয়ার হকি কর্তারা। তখনই তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সমস্যা এখনও মেটেনি। পাকিস্তানের এক হকি কর্তা বলেছেন, ‘‘ওই কর্তার আচরণ দু’দেশের দীর্ঘ দিনের সুসম্পর্ককে প্রভাবিত করেছে। আমরা মালয়েশিয়ার কাছে ঋণী হয়ে গিয়েছি। তাই এ বার আজলান শাহে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’’ পাকিস্তান হকি ফেডারেশন সম্পর্ক মেরামতের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। ক্ষোভ কমেনি মালয়েশিয়ার হকি কর্তাদের। তাঁরা তাই আগামী নভেম্বরের আজলান শাহ হকিতে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কী কারণে এবং কত টাকা পাকিস্তানের কাছ থেকে মালয়েশিয়া পেত, তা জানা যায়নি।
পাকিস্তান অবশ্য এখনই আশা ছাড়তে রাজি নয়। তাঁদের আশা, আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী সপ্তাহের মধ্যে তাঁরা মালয়েশিয়ার আমন্ত্রণ পেয়ে যাবেন। গত বারের চ্যাম্পিয়ন জাপানও এ বার খেলবে না। প্রায় একই সময় অন্য একটি প্রতিযোগিতায় খেলার কথা রয়েছে তাদের। জাপানের অনুপস্থিতিই আশায় রেখেছে পাকিস্তানের হকি কর্তাদের।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা এ বছরের আজলান শাহ। মালয়েশিয়া ছাড়াও খেলবে ভারত, বেলজিয়াম, কানাডা, জার্মানি এবং আয়ারল্যান্ড।