Sport News

এশিয়া কাপে ভারতকে নিয়ে সুর বদল পাকিস্তানের

এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এশিয়া কাপের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০৫:৪২
Share:

নিরপেক্ষ কেন্দ্রে খেলতে পারে ভারত। জানাল পাকিস্তান। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না হয়, তবে নিরপেক্ষ কেন্দ্রে খেলতে পারেন বিরাট কোহালিরা। এখন এমনটাই বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান। তবে এ ক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেই (এসিসি) নিতে হবে বলে ওয়াসিম জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।

Advertisement

এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এশিয়া কাপের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু সে দেশে গিয়ে ভারতের খেলার সম্ভাবনা প্রায় নেই। পাকিস্তান সংবাদমাধ্যম এর আগে ওয়াসিম খানকে উদ্ধৃত করে লিখেছিল, ‘‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও আগামী বছর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।’’ রাতে অবশ্য সুর বদল হয়েছে পাকিস্তানের। ওয়াসিম বলেছেন, ‘‘আমি মোটেই সে রকম কিছু বলিনি। প্রশ্ন উঠেছিল, ভারত এখানে খেলতে না এলে কী হবে? আমি বলেছিলাম, তা হলে এসিসিকে ঠিক করতে হবে কী করা উচিত। এও বলেছিলাম, এ বারের সংগঠক দেশ পাকিস্তান বলে আমাদের দেশেই এশিয়া কাপটা হওয়া প্রত্যাশিত।’’ তিনি এও বলেন, ‘‘আমরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কিন্তু কখনওই ২০২১ বিশ্বকাপ খেলব না বলিনি।’’

টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো কি নিরপেক্ষ দেশে হওয়া সম্ভব? ওয়াসিম বলছেন, ‘‘অবশ্যই। ধরুন, ভারত-পাকিস্তান ফাইনাল হল। সে ক্ষেত্রে সেই ম্যাচ কোথায় হবে, তা এসিসিকে ঠিক করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement