কোহলীদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী বাবর। —ফাইল চিত্র
ভারতকে হুমকি দিয়ে রাখলেন বাবর আজম। রবিবারের ম্যাচের আগে বিরাট কোহলীদের হারিয়ে দেবেন বলেই জানালেন পাকিস্তানের অধিনায়ক। টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে না পারলেও এ বার পাকিস্তানের কাছে সেই সুযোগ রয়েছে বলেই মনে করছেন বাবর।
টি২০ বিশ্বকাপে এখনও অবধি পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এক বারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেই অতীত নিয়ে ভাবছেন না বাবর। তিনি বলেন, “বড় প্রতিযোগিতায় সব থেকে বেশি জরুরি হচ্ছে বিশ্বাস। দল হিসেবে আমারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে রাজি নই। রবিবার ভাল ক্রিকেট খেলার জন্য আমরা তৈরি।”
ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই যে বাড়তি চাপ তা মানছেন বাবর। তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটার এবং দলের উপর বাড়তি চাপ রয়েছে। ক্রিকেটের উপর নজর দিতে চাই আমরা। শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই এখন। রবিবার ভাল ক্রিকেট খেলতে চাই।”
বিগত তিন-চার বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়মিত খেলছে পাকিস্তান। বাবর বলেন, “আরবের উইকেট কেমন হয় সেই বিষয় আমরা জানি। শেষ তিন, চার বছর ধরে এখানে খেলছি আমরা। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে আমাদের ব্যাটাররা। রবিবার যে ভাল খেলবে সেই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার বিশ্বাস আমরাই জিতব।”