Sunil Gavaskar

T20 World Cup: ধোনিকে মেন্টর করা ভাল সিদ্ধান্ত, কিন্তু খেলাটা কোহলীদেরই খেলতে হবে, বলছেন গাওস্কর

ধোনি মেন্টর হিসেবে থাকায় কোহলীদের অবশ্যই উপকার হবে, মনে করছেন গাওস্কর। কিন্তু তাঁর বক্তব্য, সাফল্য পুরোটাই নির্ভর করছে ক্রিকেটাররা কী ভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করে, তার উপর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৫:২২
Share:

কোহলীদের জন্য পরামর্শ গাওস্করের। —ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের সঙ্গে মেন্টর হিসেবে থাকবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এতে বিরাট কোহলীদের অবশ্যই উপকার হবে, মনে করছেন সুনীল গাওস্কর। পাশাপাশি তাঁর বক্তব্য, সাফল্য পুরোটাই নির্ভর করছে আসল সময়ে ক্রিকেটাররা কী ভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করে, তার উপর।

Advertisement

গাওস্কর বলেন, ‘‘ধোনিকে মেন্টর হিসেবে নেওয়া হয়েছে ভাল কথা। কিন্তু মেন্টরের ভূমিকা সাজঘরে। মাঠে নেমে তো আর মেন্টর কিছু করতে পারবে না। সাজঘরে মেন্টর অবশ্যই তার ছাপ রাখতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত গতির খেলা, একটা সঠিক সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ব্যাটার বা ফিল্ডারদের হয়ত এমন কিছু বলা হল, সেখান থেকে খেলা ঘুরে গেল। এই জায়গায় ধোনিকে মেন্টর করা খুব ভাল সিদ্ধাম্ত। এতে অবশ্যই ভারতের লাভ হবে। কিন্তু মনে রাখতে হবে, ধোনি সাজঘরেই থাকবে। মাঠে নেমে খেলাটা কোহলীদেরই খেলতে হবে।’’

২০১৫ সালের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে ছিটকে গিয়েছিল। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত শেষ চারের গণ্ডি পেরোতে পারেনি। ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতকে সেমিফাইনালে হেরে যেতে হয়। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হেরে যায় পাকিস্তানের কাছে। নক-আউট পর্বে ভারতের ভাল খেলতে না পারার বিষয়টি তুলে ধরে গাওস্কর বলেন, ‘‘আমি যা দেখছি, বড় প্রতিযোগিতায় ভারত নক-আউট পর্বে বারবার সমস্যায় পড়েছে। এটা দল নির্বাচন ঠিক না হওয়ার জন্য হয়েছে। প্রথম একাদশ ঠিকঠাক ভাবে বাছতে হবে। এটা করতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement