Team India

T20 World Cup 2021: কোহলী, রোহিত নন, ভারতের কোন ব্যাটারকে সবথেকে সমীহ করছেন পাকিস্তানের ব্যাটিং কোচ?

ভারতের খেলা দেখেছেন হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার বেশ শঙ্কায় রয়েছেন লোকেশ রাহুলদের নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১২:৪৯
Share:

কোহলী, রোহিতের থেকেও এগিয়ে কোন ব্যাটার? —ফাইল চিত্র

রবিবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এ বারের টি২০ বিশ্বকাপে এটাই দুই দেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে ভারতীয় দলের ব্যাটিংকে ভয় পাচ্ছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন।

ভারতের খেলা দেখেছেন হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার বেশ শঙ্কায় রয়েছেন লোকেশ রাহুলদের নিয়ে। হেডেন বলেন, “আমি রাহুলকে বেড়ে উঠতে দেখেছি। পাকিস্তানের জন্য ও খুব বড় ভয়ের কারণ হতে চলেছে। রাহুলকে ছোটবেলা থেকে দেখছি। টি২০ ক্রিকেটে ওর সংগ্রাম দেখেছি, ওর সাফল্যও দেখেছি। ঋষভ পন্থকে দেখেছি। ক্রিকেটের প্রতি ওর আলাদা রকমের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। সুযোগ পেলে বিপক্ষের বোলিংকে ধ্বংস করে দিতে পারে ও।”

Advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে একাধিক অ্যাশেজ খেলেছেন হেডেন। তিনি বলেন, “অস্ট্রেলীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজকেই সব চেয়ে সেরা মনে হয়, কিন্তু ভারত এবং পাকিস্তানের ম্যাচ দুর্দান্ত।” পাকিস্তানের বাবর আজম, রিজওয়ান এবং ফখর জমানের উপর ভরসা রাখছেন হেডেন। তাঁর মতে বিশ্বকাপের মঞ্চে শান্ত থাকতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চাপ যাতে দলের মধ্যে তৈরি না হয়, সেই দিকে খেয়াল রাখছেন হেডেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement