PV Sindhu

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু

শুক্রবার তাঁকে খেলতে হবে জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে। ইয়ামাগুচি ওয়াক ওভার পেয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ০০:৪১
Share:

ফাইল চিত্র।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন পি ভি সিন্ধু। প্রি-কোয়ার্টারে ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনকে দাঁড়াতেই দেননি তিনি। মাত্র ২৫ মিনিটে সিন্ধু জেতেন ২১-৮, ২১-৮ ফলে।

Advertisement

এবার কঠিন লড়াই সিন্ধুর সামনে। শুক্রবার তাঁকে খেলতে হবে জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে। ইয়ামাগুচি ওয়াক ওভার পেয়ে যান।

দ্বিতীয় রাউন্ডে জয় পান ভারতের লক্ষ্য সেন। তিনি ফ্রান্সের টমাস রুক্সেলকে ২১-১৮, ২১-১৭ ফলে হারান। লক্ষ্যর জিততে এক ঘণ্টাও লাগেনি। এবার কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর সামনে নেদারল্যান্ডসের মার্ক কালোউ।

Advertisement
আরও পড়ুন:

তবে ছিটকে গিয়েছে সাই প্রণীত, এইচ এস প্রণয়। দ্বিতীয় বাছাই ডেনমার্কের ভিক্টোর আক্সেলসেনেরে কাছে হারেন প্রণীত। প্রণয় হারেন কেন্তো মোমোতার কাছে। পারুপল্লি কাশ্যপকেও হারান মোমোতা। মহিলাদের ডাবলসে পরের রাউন্ডে উঠেছেন অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি। তাঁরা ষষ্ঠ বাছাই জুটি গ্যাব্রিয়েলা স্টয়েভা ও স্টেফানি স্টয়েভা জুটিকে হারান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement