পিটিআইয়ের তোলা ফাইল ছবি।
পানীয় জল নয়, মহারাষ্ট্রের আইপিএল ম্যাচগুলিতে অপরিচ্ছন্ন জল দিয়েই পিচ সংরক্ষণ করা হবে। এমনটাই আশ্বাস দিলেন আইপিএল কর্তৃপক্ষ। লাতুর-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে খরা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। তীব্র জলকষ্টের ফলে নাভিশ্বাস ওঠছে ওই এলাকায়। তা সত্ত্বেও মুম্বই, পুণে ও নাগপুরে আইপিএল ম্যাচগুলির আগে পিচ সংরক্ষণের জন্য ৬৬ লক্ষ লিটার জল ব্যবহার করা হচ্ছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই তা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এমনকী, মহারাষ্ট্র থেকে টুর্নামেন্ট অনত্র সরিয়ে নিয়ে যাওয়ারও কথা ওঠে। বিযয়টি নিয়ে বম্বে হাইকোর্টে মামলা করা হয়। মঙ্গলবার এর শুনানিতে আইপিএল কর্তৃপক্ষ আদালতকে আশ্বস্ত করেছে এই প্রতিকূল পরিস্থিতিতে পানীয় জলের যাতে অপচয় না হয়, সে দিকে লক্ষ রাখবেন তাঁরা।
আইপিএল-৯-এ মুম্বই, পুণে, নাগপুর মিলিয়ে ২০ টি ম্যাচ হওয়ার কথা। আদালতের নির্দেশে এর আগে একটি ম্যাচের ভেন্যু বদল করে ওয়াংখেড়েতে হয়েছে।
আরও পড়ুন