আনশু মালিক ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্সের আগে দুশ্চিন্তা ভারতীয় দলের। কুস্তিগীর আনশু মালিক করোনায় আক্রান্ত হওয়ায় পোলান্ড ওপেন থেকে নাম তুলে নিলেন। ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স।
কিছুদিন ধরেই জ্বরে ভুগতে থাকায় কোভিড পরীক্ষা করানো হয় আনশুর। তখনই কোভিড ধরা পড়ে তাঁর। তবে পরীক্ষার ফল আসার আগে থেকেই নিভৃতবাসে রয়েছেন তিনি। গত মাসেই আনশুর বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৯ বছরের আনশু আলমাটিতে অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক্সের বাছাই পর্বে টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন।
পোল্যান্ড ওপেনে ৬১ কেজি ফ্রি স্টাইলে রুপো জিতেছেন রবি দাহিয়া। তবে আনশু একা নন, এর আগে কনুইয়ের চোটের কারণে পোলান্ড ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন দীপক পুনিয়া ও বজরং পুনিয়া। রাশিয়ায় প্রশিক্ষণ নেওয়ার কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।