Paris Olympics 2024

‘নেমার আমাকে ব্যক্তিগত মেসেজ পাঠায়’, দাবি অলিম্পিক্স থেকে তাড়িয়ে দেওয়া মহিলা সাঁতারুর

অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু গেমস ভিলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। সেই মহিলা সাঁতারু দাবি করেছেন যে, ফুটবলার নেমার তাঁকে ব্যক্তিগত মেসেজ পাঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৭:১৯
Share:

প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অলন্সো। ছবি: এক্স।

অলিম্পিক্স থেকে তাড়িয়ে দেওয়ার পরেও বিতর্ক সঙ্গ ছাড়ছে না প্যারাগুয়ের মহিলা সাঁতারু লুয়ানা অলন্সোর। তিনি দাবি করেছেন যে, ব্রাজিলের ফুটবল তারকা নেমার জুনিয়র তাঁকে ব্যক্তিগত মেসেজ পাঠান। এই বিষয়ে অবশ্য নেমার এখনও মুখ খোলেননি।

Advertisement

গেমস ভিলেজের পরিবেশ নষ্ট করার অভিযোগ লুয়ানাকে অলিম্পিক্স থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার পরে প্যারাগুয়ের একটি রেডিয়ো অনুষ্ঠানে ২০ বছর বয়সি লুয়ানা বলেন, “নেমার আমাকে ব্যক্তিগত মেসেজ করেছে। এটুকুই আমি বলতে পারি। তাতে কী কথা লেখা সেটা আমি এখানে বলতে পারব না।”

লুয়ানা আরও দাবি করেছেন যে অলিম্পিক্স নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাঁকে গেমস ভিলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। তিনি নিজেই দেশে ফিরে গিয়েছেন বলে জানিয়েছেন সাঁতারু।

Advertisement

দীর্ঘ চোটে ভোগা নেমার এখনও মাঠে ফেরেননি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। গত বছর অক্টোবর মাসে চোট লেগেছিল তাঁর। তার পর থেকে মাঠের বাইরেই রয়েছেন তিনি। তার পরেও অবশ্য সৌদি প্রো লিগ জিততে সমস্যা হয়নি নেমারের ক্লাব আল হিলালের। দলের কোচ জানিয়েছেন, নতুন মরসুমের শুরুর দিকেও খেলতে পারবেন না নেমার। তবে পরের দিকে তিনি মাঠে নামবেন বলে আশাবাদী কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement