Paris Olympics 2024

ঝুলে বিনেশের আবেদনের রায়, দ্রুত সিদ্ধান্ত নয়, জানাল আদালত, ফয়সালা অলিম্পিক্স শেষের আগেই

ঝুলে রইল বিনেশ ফোগাটের আবেদন। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস আবেদনের প্রাথমিক শুনানির পর এক বিবৃতিতে জানিয়েছে, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৯:১০
Share:

বিনেশ ফোগাট। — ফাইল চিত্র।

ঝুলে রইল বিনেশ ফোগাটের আবেদন। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন করে বিনেশ বলেছিলেন, ৫০ কেজি ফ্রিস্টাইলে তাঁকে যুগ্ম ভাবে রুপো দেওয়া হোক। সেই আবেদনের প্রাথমিক শুনানির পর এক বিবৃতিতে ক্যাস জানিয়েছে, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

Advertisement

শুক্রবার এক বিবৃতিতে ক্যাস জানিয়েছে, বিনেশ আবেদন করলেও দ্রুত তাঁর শুনানি করতে হবে এমন কথা বলেননি। ক্যাসের অ্যাড হক বিভাগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করা হলেও মাত্র এক ঘণ্টার মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ, যাদের বিরুদ্ধে আবেদন, সেই বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্য জানতে হবে তাদের।

পুরো বিষয়টি পাঠানো হয়েছে ডক্টর অ্যানাবেল বেনেটের কাছে। তিনিই এই মামলার একমাত্র বিচারক। শুক্রবারই দু’পক্ষের বক্তব্য শুনবেন তিনি। অলিম্পিক্স শেষ হওয়ার আগে যে কোনও সময়ে রায় জানাতে পারেন।

Advertisement

এখন যা অবস্থা, তাতে বিনেশের মামলাটির শুনানি হলেও এখনই তার মীমাংসা হওয়া সম্ভব নয়। বিনেশের বক্তব্য শোনার পাশাপাশি বিশ্ব কুস্তি সংস্থার বক্তব্যও শোনা হবে। সেখানে ওই সংস্থার প্রতিনিধিরা বিনেশকে বাতিল করার কারণ জানাবেন। দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর বিচারক সিদ্ধান্ত নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement