এইচএস প্রণয়। —ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে বৃহস্পতিবার হেরে গিয়েছেন এইচএস প্রণয়। ভারতীয় শাটলার হেরে যান লক্ষ্য সেনের বিরুদ্ধে। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেও লক্ষ্যের পাশে আছেন প্রণয়। কোয়ার্টার ফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেন।
লক্ষ্যের বিরুদ্ধে খেলতে নেমে হাঁপিয়ে গিয়েছিলেন প্রণয়। তাঁকে ক্লান্ত দেখাচ্ছিল। মাত্র ৩৯ মিনিটে হেরে যান তিনি। তবে সেই হারের পর লক্ষ্যকে প্রণয় বলেন, “আমার মনে হয় না লক্ষ্যের উপর কোনও চাপ আছে বলে। এত বড় মঞ্চে খেলতে নামাটাই বড় ব্যাপার। এই পরিবেশটা উপভোগ করা উচিত। আমার মনে হয় ব্যাডমিন্টনে ভারতের ছেলেরা শেষ কয়েক বছর খুব ভাল খেলছে। অনেক রেকর্ড ভেঙেছে তারা। আশা করি, এখানেও ভাল খেলবে।”
লক্ষ্যকে নিয়ে আশাবাদী প্রণয়। তিনি বলেন, “অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় খেলতে নামলে সকলেই চাপে থাকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপভোগ করা। কিছু জিনিস আমাদের হাতে থাকবে না। তাই নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। আগামী কয়েক দিন লক্ষ্যকে উপভোগ করতে বলব আমি।”
বৃহস্পতিবার লক্ষ্যকে খুব একটা চাপে ফেলতে পারেননি প্রণয়। গ্রুপের শেষ ম্যাচ খেলেছিলেন বুধবার। পরের দিন আবার খেলতে নেমে সমস্যায় পড়েন প্রণয়। ক্লান্ত দেখায় তাঁকে। ৩২ বছরের প্রণয় হয়তো শেষ অলিম্পিক্স খেলে ফেললেন। চার বছর পর লস অ্যাঞ্জেলসে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।