Sushil Kumar

Sushil Kumar: অলিম্পিক্স পদকজয়ী সুশীলের আগাম জামিনের আবেদনে স্থগিতাদেশ দিল দিল্লি আদালত

সুশীলকে খুঁজে দেওয়ার সোমবার জন্য ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে দিল্লি পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১১:৫১
Share:

—ফাইল চিত্র

ফেরার সুশীল কুমার আদালতে আগাম জামিনের আবেদন করে ছিলেন। মঙ্গলবার সেই আবেদনে স্থগিতাদেশ দিল দিল্লি আদালত। অলিম্পিক্সে একাধিক পদকজয়ী সুশীলকে খুঁজে দেওয়ার সোমবার জন্য ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে দিল্লি পুলিশ।

Advertisement

৫ মে সুশীলের বিরুদ্ধে এফআইআর করা হয়। দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে ঝগড়া, মারামারি থেকে এক কুস্তিগিরের মৃত্যু হয়। সেই ঝগড়ার সময় সেখানে ছিলেন সুশীলও। ভারতীয় কুস্তিগিরকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সুশীলকে। দিল্লির একটি আদালত ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সুশীল-সহ ৭ জন কুস্তিগিরের বিরুদ্ধে।

সুশীলের খোঁজে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ। সেখানে তাঁকে পাওয়া যায়নি। গ্রেফতারি এড়াতে সুশীল প্রথমে হরিদ্বার এবং তারপর হৃষিকেশ গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে এখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সুশীলদের সেই মারামারিতে একজন কুস্তিগির মারা যাওয়া ছাড়াও বড় আঘাত পেয়েছিলেন দু’জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement