Cricket

ওড়িশার মুখোমুখি বাংলা

মোট ছ'টি গ্রুপে ভাগ করে হচ্ছে জাতীয় টি-টোয়েন্টি লিগ। ছ'টি কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে ছ'টি গ্রুপের ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০৪:২৪
Share:

—ফাইল চিত্র

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বাংলার প্রথম প্রতিপক্ষ ওড়িশা। ১০ জানুয়ারি থেকে শুরু জাতীয় টি-টোয়েন্টি লিগ। আর প্রথম দিনই ম্যাচ পড়েছে বাংলার। কলকাতাতেই খেলবেন অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরনেরা।

Advertisement

মোট ছ'টি গ্রুপে ভাগ করে হচ্ছে জাতীয় টি-টোয়েন্টি লিগ। ছ'টি কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে ছ'টি গ্রুপের ম্যাচ। এলিট গ্রুপের দলগুলোকে ভাগ করা হয়েছে পাঁচটি গ্রুপে। একটি প্লেট গ্রুপ। প্রত্যেক গ্রুপে থাকছে ছ'টি করে দল। তাদের মধ্যে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরা সুযোগ পাবে আগামী পর্বে খেলার। বাংলা রয়েছে এলিট 'বি' গ্রুপে। অনুষ্টুপদের পাশাপাশি সে গ্রুপে রয়েছে ওড়িশা, অসম, ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও হায়দরাবাদ। তাদের সব ম্যাচই হবে কলকাতায়। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলা। ভিভিএস লক্ষ্মণের পর্যবেক্ষণে এ দিন বড় শট নেওয়ার প্রস্তুতি নেন অভিমন্যুরা। কোচ অরুণ লাল যদিও জানিয়ে দিলেন, প্রতিযোগিতা খুবই কঠিন।

আরও খবর: মেসি, রোনাল্ডোকে ছাপিয়ে এবারের বর্ষসেরা ফুটবলার লেবানডস্কি

Advertisement

আরও খবর: অলিম্পিক, বিশ্বকাপে নামা হচ্ছে না রাশিয়ার, ২০২২ সাল পর্যন্ত নির্বাসন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement