Tennis

Australia Open: অস্ট্রেলিয়ায় রাফাকে নিয়ে আশা, অনিশ্চিতই নোভাক

গত সপ্তাহে আবু ধাবিতে প্রদরশনী টেনিস খেলে দেশে ফেরার পরেই করোনায় আক্রান্ত হয়েছেন নাদাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৮:২০
Share:

জল্পনা: এই ছবি কি ফিরবে মেলবোর্নে, বাড়ছে ধোঁয়াশা। ফাইল চিত্র।

এই মুহূর্তে তিনি করোনায় আক্রাম্ত। নতুন বছরে মেলবোর্ন পার্কে আদৌ তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে বুধবার অস্ট্রেলীয় ওপেন টেনিস প্রতিযোগিতার প্রধান ক্রেগ টিলে জোরের সঙ্গে বলে দিলেন, স্পেনীয় তারকা রাফায়েল নাদাল নিশ্চিত ভাবে খেলবেন এই প্রতিযোগিতায়। যদিও বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।

Advertisement

গত সপ্তাহে আবু ধাবিতে প্রদরশনী টেনিস খেলে দেশে ফেরার পরেই করোনায় আক্রান্ত হয়েছেন নাদাল। ফলে নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নাদাল নিজেই জানিয়ে দেন, তাঁর দলের সঙ্গে কথা বলার পরেই ভবিষ্যৎ সূচি ঠিক করবেন। নাদাল তঁর বিবৃতিতে বলেন, ‘‘এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টা। অস্ট্রেলীয় ওপেনে আদৌ খেলব কি না, তা দলের সদস্যদের সঙ্গে আলোচনা করার পরেই বুঝতে পারব। জোর দিয়ে কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়।’’

কিন্তু বুধবার টিলের মুখে শোনা গিয়েছে সম্পূর্ণ অন্য বক্তব্য। তিনি বলেছেন, ‘‘আমি নিশ্চিত যে, নাদাল এখানে খেলতে আসবেন।’’ এর আগে অস্ট্রেলিয়া সরকার স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছিল, খেলোয়াড়েরা কোভিড প্রতিষেধকের টিকা না নিলে তাঁদের অস্ট্রেলীয় ওপেনে খেলতে দেওয়া হবে না। কিন্তু বিশ্ব টেনিস-গ্রহের বেশ কিছু তারকা এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেওয়ার পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগের অবস্থান থেকেও সরে দাঁড়িয়েছে টেনিস অস্ট্রেলিয়া।

Advertisement

টিলে বলেছেন, ‘‘যে সমস্ত খেলোয়াড়ের কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে, তারা সুস্থ হয়ে ওঠার পর্যাপ্ত সময়ও পাচ্ছে। তাঁদের মধ্যে কোনও ধরনের সংক্রমণ না থাকলে তাঁরা অস্ট্রেলীয় ওপেনে অবশ্যই খেলবেন। আমি মনে করি, কোনও খেলোয়াড় কোভিডে আক্রান্ত হওয়ার পরেও অস্ট্রেলীয় ওপেনে খেলতে ইচ্ছুক থাকে, তা হলে এটাই তাঁদের কাছে সেরা সময়।’’ তিনি আরও জানিয়েছেন, খেলোয়াড়দের কোভিডের হাত থেকে সুরক্ষিত রাখতে বিশেষ চিকিৎসক দল থাকবে মেলবোর্নে। তবে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের টিকা নেওয়া আগের মতোই আবশ্যিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে সকলেই উপকৃত হবেন।

আর সেই জায়গাতেই জোকোভিচের বছরের প্রথম প্রতিযোগিতায় খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সার্বিয়ার তারকা এখনও স্পষ্ট করে জানাননি, তিনি আদৌ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কি না। টিলে বলেছেন, ‘‘নোভাক যদি অস্ট্রেলীয় ওপেনে খেলতেই চায়, তা হলে ওকে করোনার টিকা নিতেই হবে। নতুবা তাঁকে দেখাতে হবে চিকিৎসকদের রিপোর্ট। ঘটনা হল, নোভাক তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি। আমি সেটা নিয়ে জোকোভিচের সঙ্গে কোনও কথাও বলতে চাই না। সেটা আমার কাজও নয়। তবে আমি এটাও মনে করি, নোভাক ঠিক সময়ে এই দুটি বিষয়ের একটি সম্পর্কে বিশদে ব্যাখ্যা দেবেন।’’ তিনি যোগ করে, ‘‘নোভাক বিশ্বের সেরা খেলোয়াড়। ফলে আমরা মনেপ্রাণে চাই, মেলবোর্ন পার্কে ওর খেলা যেন সকলে দেখতে পান। কিন্তু নোভাক যদি নিজের অবস্থনে অনড় থাকার সিদ্ধান্ত নেয়, তা হলে কিছুই আর করণীয় নেই। ঘটনাটা দুর্ভাগ্যজনক হলেও আমাদের মেনে নিতে হবে।’’

এ দিকে, অস্ট্রেলীয় ওপেন টেনিস আয়োজকদের নতুন করে অস্বস্তিতে ফেলে দিয়েছেন রজার ফেডেরারের দেশের মহিলা টেনিস তারকা বেলিন্দা বেনচিচ। গত সপ্তাহে তিনিও আবু ধাবিতে প্রদর্শনী টেনিসে অংশ নিয়েছিলেন। তার পরেই আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁর সঙ্গে তিউনিসিয়ার খেলোয়াড় অন্‌স জাবেয়ুরেরও করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। বুধবার গণমাধ্যমে বেনচিচ লিখেছেন, ‘‘দুর্ভাগ্যজনক হলেও আমি করোনায় আক্রান্ত হয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত কোয়রান্টিনে রয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে যে সমস্ত নির্দেশ মেনে চলা দরকার, তা পালন করছি। আশা করি, সম্পূর্ণ সুস্থ হয়ে অস্ট্রেলীয় ওপেনে খেলতে নামব। সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement