ফাইনালে উঠে উচ্ছ্বসিত নোভাক জোকোভিচ টুইটার
ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র এক ধাপ দূরে নোভাক জোকোভিচ। শনিবার সকালে ইউএস ওপেনের সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২।
শুরুতে কিছুটা হোঁচট খেলেও নিজেকে সামলে নেন জোকোভিচ। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারেন তিনি। তবে দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াইয়ে ফিরে আসেন জোকার। দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে জেতার পর তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জেতেন তিনি।
তবে চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জেতেন জেরেভ। পঞ্চম সেটে অবশ্য ফাইনালের টিকিট পাকা করে নেন জোকোভিচ। শেষ সেটে জেরেভকে প্রায় উড়িয়ে দেন তিনি। একটা সময় ৪-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত জেতেন ৬-২ গেমে।
ফাইনালে তিনি খেলবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। এবার ইউএস ওপেনে জিততে পারলে একই বছরে সবকটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় জেতা হয়ে যাবে তাঁর। বিশ্বের ষষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ থাকছে সার্বিয়ান তারকার সামনে।