ভারতীয় সেনাবাহিনীতে ধোনির যোগ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ছবি- এএফপি
ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে যোগ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট— ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের (প্যারা) সঙ্গে থাকবেন তিনি। এই প্রসঙ্গে শুক্রবার মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
সেনাপ্রধান এ দিন বলেন, “যখন কোনও ভারতীয় সেনার পোশাক পরেন, তখন ধরেই নেওয়া যায় তিনি দেশের জন্য কাজ করতে সমস্ত দিক থেকেই প্রস্তুত। ধোনি সেই কাজের জন্য প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন। আমরা নিশ্চিত, তিনি তাঁর দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘মনে করি না, ধোনিকে আমাদের সুরক্ষিত রাখার প্রয়োজন আছে। বরং তিনিই এই ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত হয়ে নাগরিকদের সুরক্ষিত রাখবেন। বাহিনী তাঁকে সেই দায়িত্বই দেবে।’’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পুরো সিরিজে ধোনির বদলে দেখা যাবে ঋষভ পন্থকে। ভারতীয় বোর্ড পন্থকে ধোনির বিকল্প হিসেবে তৈরি করার চেষ্টা করছে। সে ক্ষেত্রে ধোনিকে তখন পন্থের মেন্টর হিসেবে দেখা যেতে পারে বলে বোর্ড সূত্রে খবর।
আরও পড়ুন: চার নম্বরে খেলার জন্য প্র্যাকটিস করছেন ঋষভ পন্থ