Chris Cairns

Chris Cairns: কড়া নিয়ম, কেয়ার্নসের সঙ্গে দেখা করতে দেওয়া হল না তাঁর মাকে

৫১ বছরের কেয়ার্নস চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলেই জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৫:০৫
Share:

—ফাইল চিত্র

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ক্রিস কেয়ার্নস। এই অবস্থায় তাঁর মাকে দেখা করতে দেওয়া হল না। লকডাউনের নিয়মবিধির কারণেই এমন সিদ্ধান্ত। বহু বছর ধরে অস্ট্রেলিয়াতেই পরিবারের সঙ্গে রয়েছেন কেয়ার্নস। সেখানেই গত সপ্তাহে ক্যানবেরার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

৫১ বছরের কেয়ার্নস চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলেই জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম। সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। কিন্তু সেখানে তাঁর মাকে কেয়ার্ন্সের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে করোনার জন্য এখনও নানা বিধি নিষেধ রয়েছে। সেই কারণেই কেয়ার্নসের মাকে সিডনি যেতে হলে অনুমতি নিতে হবে।

Advertisement

নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন কেয়ার্নস। দুটি টি২০ ম্যাচও খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কিউই অলরাউন্ডারের সংগ্রহ ৮২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement