New Zealand

ফের আম্পায়ারিং বিতর্ক, বাংলাদেশ অধিনায়ক তামিম আউট হয়েও ‘নট আউট’

তামিম ৩৪ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৩। শেষ পর্যন্ত তামিম ১০৮ বলে ৭৮ রান করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৯:২৮
Share:

এই ক্যাচ নিয়েই শুরু হয় বিতর্ক ছবি টুইটার

ক্রিকেট মাঠে আম্পায়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত। আমদাবাদের পর এবার ক্রাইস্টচার্চ। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট দেওয়া নিয়ে বিতর্কের পর এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড একদিনের ম্যাচে তামিম ইকবালকে আউট না দেওয়া নিয়ে বিতর্ক।

Advertisement

নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনের বলে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ড্রাইভ করেন। জেমিসন নিচু হয়ে ক্যাচ নেন। মাঠের আম্পায়ার আপাত ভাবে (সফট সিগন্যাল) আউটের সিদ্ধান্ত নিলেও তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটসকে টেলিভিশন রিপ্লে দেখার সময় বলতে শোনা যায়, ‘বল নেওয়ার সময় পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি প্লেয়ার’। এরপর তিনি মাঠের আম্পায়ারের ‘আপাত ভাবে নেওয়া’ সিদ্ধান্ত বদলে ফেলে তামিমকে ‘নট আউট’ দেন। মাঠের বড় পর্দায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ফুটে উঠতেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বিস্মিত হয়ে যান।

সেই সময় তামিম ৩৪ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৩। শেষ পর্যন্ত তামিম ১০৮ বলে ৭৮ রান করেন। বাংলাদেশ ৬ উইকেটে ২৭১ রান তোলে। নিউজিল্যান্ডের অবশ্য ম্যাচ জিততে অসুবিধে হয়নি। তারা ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। টম লাথাম ১১০ রানে অপরাজিত থাকেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement