french open

ফরাসি ওপেনের ফাইনালে অবাছাই ক্রেইসিকোভা

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ক্রেইসিকোভা ৭-৫, ৪-৬, ৯-৭ গেমে হারান সাকারিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০০:৪৬
Share:

ফরাসি ওপেনে ফাইনালে উঠলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইসিকোভা। ছবি রয়টার্স।

ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, শুরু থেকেই বোঝা গিয়েছিল। ফরাসি ওপেনে মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইসিকোভা হারান গ্রিসের মারিয়া সাকারিকে। ফাইনালে তাঁর সামনে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা।

Advertisement

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ক্রেইসিকোভা ৭-৫, ৪-৬, ৯-৭ গেমে হারান সাকারিকে। ক্রেইসিকোভা অবাছাই। অন্যদিকে সাকারি ১৭ নম্বর বাছাই ছিলেন। প্রথম সেমিফাইনাল দেড় ঘণ্টায় শেষ হয়ে গেলেও দ্বিতীয় সেমিফাইনাল চলে ৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে।

প্রথম সেটে মোট ৭বার সার্ভিস ব্রেক হয়। প্রায় এক ঘণ্টার লড়াই চলে। দ্বিতীয় সেটও প্রায় ১ ঘণ্টা চলে। এই সেটে বাজিমাত করেন সাকারি। শেষ সেট চলে দেড় ঘণ্টা ধরে। সাকারি ম্যাচ পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বার করে নেন ক্রেইসিকোভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement