সিরিজ জয়ের ট্রফি নিয়ে নিউজিল্যান্ড। ছবি রয়টার্স
আগামী ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট ফাইনাল। তার আগেই মাঠের বাইরের লড়াইয়ে ভারতকে পিছনে ফেলে দিল নিউজিল্যান্ড। আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে উঠে এল তারা। ফলে বিশ্ব টেস্ট ফাইনালে বিশ্বের এক নম্বর দল হিসেবে ভারত নয়, নামবে নিউজিল্যান্ডই।
রবিবার ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। টেস্ট ক্রমতালিকায় আপাতত তাদের ১২৩ পয়েন্ট। ২ পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে ভারত। ১০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট পিছনে চতুর্থ জো রুটের ইংল্যান্ড।
একদিনের ক্রিকেটের পর এবার টেস্টেও শীর্ষে চলে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১২২ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। নিল ওয়াগনার এবং ম্যাট হেনরি ৩টি করে উইকেট নেন। লক্ষ্যমাত্রার ৩৭ রান ২ উইকেট হারিয়েই তুলে নিয়েছে নিউজিল্যান্ড। চোটের জন্য এই ম্যাচে খেলেননি কেন উইলিয়ামসন। দলকে নেতৃত্ব দেন টম লাথাম।