New Zealand

কেকেআরের নিশাম শেষ বেলায় নিউজিল্যান্ডের নায়ক, ৪ রানে হার অস্ট্রেলিয়ার

জিমি নিশামের দাপটে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫ রান তুলতে পারেননি তাঁরা। ২১৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৬
Share:

জয়ী নিউজিল্যান্ড। ছবি: টুইটার থেকে

টানটান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ড ৪ রানে হারাল অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গেল তারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৯ রান তোলে নিউজিল্যান্ড। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব সহজেই জয় আসবে ধরে নিয়েছিলেন কেন উইলিয়ামসনরা। ড্যানিয়াল স্যামস এবং মার্কাস স্টোইনিসের ভাবনা ছিল অন্য। ৫ ওভারে ৮৩ রান তুলে নেন ২ জনে। তবে শেষ রক্ষা হল না। জিমি নিশামের দাপটে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫ রান তুলতে পারেননি তাঁরা। ২১৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

Advertisement

গোটা ম্যাচে বল করেননি নিশাম। শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন উইলিয়ামসন। অধিনায়ককে নিরাশ করেননি কেকেআর অলরাউন্ডার। প্রথম বলেই স্যামসের উইকেট তুলে নিয়েছিলেন নিশাম। পরের দুটো বলে রানই নিতে দেননি ধ্বংসাত্মক স্টোইনিসকে। পরের বলে ৬ মেরে অস্ট্রেলিয়ার ভক্তদের ফের আশা জাগিয়েছিলেন তিনি। যদিও সেই আশাতেও জল ঢেলে দেন নিশাম। তুলে নেন স্টোইনিসকে। শেষ বলে ৯ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। যে রান তোলা সম্ভব হয়নি রিচার্ডসনদের পক্ষে।

বৃহস্পতিবার ব্যাট করার সময় মার্টিন গাপ্টিল ৮টি ছয় মারেন। টি২০ ক্রিকেটে রোহিত শর্মাকে টপকে সব চেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েন তিনি। ৫০ বলে ৯৭ রান করেন গাপ্টিল। মারেন ৮টি ছয় এবং ৬টি চার। ৩৫ বলে ৫৩ রান করেন উইলিয়ামসন। ব্যাট হাতেও চমকে দিয়েছিলেন নিশাম। মাত্র ১৬ বলে ৪৫ রান করেন তিনি।

Advertisement

রোহিতকে টপকে গেলেন গাপ্টিল। গ্রাফিক: নিরুপম পাল

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ৫ ম্যাচের সিরিজে আর একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে কিউইদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement