আইপিএল-এর মতো আইএসএল-এও এখন খেলবে ৪ বিদেশি। —ফাইল চিত্র
ভারতীয় ফুটবলে এক নম্বর লিগ এখন আইএসএল। এত দিন সেখানে ৬ জন ভারতীয় এবং ৫ বিদেশিকে মাঠে নামানো যেত। তবে এ বারের লিগে বদলে যাচ্ছে সেই নিয়ম। এখন থেকে ৭ জন ভারতীয়কে মাঠে রাখতে হবে। আইপিএল-এর মতো আইএসএল-এও এখন খেলবে ৪ বিদেশি।
আইএসএল-এর এক কর্তা বলেন, “আইএসএল-এ এখন থেকে প্রথম একাদশে ৭ জন ভারতীয়কে রাখতে হবে। নতুন নিয়ম অনুযায়ী খেলার যে কোনও সময় অন্তত ৭ জন ভারতীয়কে মাঠে রাখতেই হবে দলগুলোকে।” ২০১৪ সালে শুরু হয় আইএসএল। সে বছর ৫ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম ছিল। ২০১৭-১৮ মরসুমে সেই নিয়ম বদলে যায়। ৬ জন ভারতীয় এবং ৫ জন বিদেশি খেলানোর নিয়ম করা হয়। এ বছর থেকে আরও একজন ভারতীয় ফুটবলারের জায়গা বাড়িয়ে দিলেন আইএসএল কর্তৃপক্ষ।
আয়োজকদের মতে এই নিয়মের ফলে দেশের সেরা লিগে আরও বেশি করে খেলার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলাররা। দলগুলো ৬ জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে। তবে তার মধ্যে অবশ্যই একজনকে এশিয়ার কোনও দেশের ফুটবলার হতে হবে। ভারতীয় ফুটবলে বুধবার থেকে শুরু দলবদল। নিজেদের দল গুছিয়ে নিতে জোরকদমে নেমে পড়বে দলগুলো।