Ronald Koeman

ডাচ টোটাল ফুটবলই বার্সায় মন্ত্র কোমানের

দেখা করে মেসিকে কী বলবেন তা অবশ্য জানাননি কোমান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৪:৪৮
Share:

রোনাল্ড কোমান।

লিয়োনেল মেসির ক্লাব ছাড়ার জল্পনার আবহেই সাংবাদিকদের মুখোমুখি হলেন নতুন ম্যানেজার রোনাল্ড কোমান। বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম দিনই তাঁকে বলতে শোনা গেল, ‘‘জানি না বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য আমায় নিজেকেই এ বার মেসিকে বোঝাতে হবে কি না!’’ এটাও বললেন, ‘‘মেসিই বিশ্বের সেরা। যে কোনও কোচ ওকে চাইবে। ওর সঙ্গে কাজ করতে আমারও দারুণ লাগবে। তা ছাড়া জেতায় তো ও-ই। তাই মেসি থাকলেই খুশি হব।’’ শুধু কথার কথা নয়। স্পেনের কাগজগুলিতে লেখা হচ্ছে, দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মেসির সঙ্গে দেখা করবেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তিও শুধু এই সাক্ষাতের জন্যই নাকি নিজের ছুটিতে যাওয়া পিছিয়ে দিয়েছেন।

Advertisement

দেখা করে মেসিকে কী বলবেন তা অবশ্য জানাননি কোমান। ‘‘যদি কী বলব আপনাদেরই বলে দিই, তা হলে ওর সঙ্গে দেখা করার তো দরকারই পড়বে না।,’’ বলেছেন কোমান। আরও কথা, ‘‘ওর সঙ্গে তো এক বছরের চুক্তি আছেই। আশা করি এখানে এখনও অনেক বছর মেসি খেলবে।’’ ক্রুয়েফের স্বপ্নের বার্সার প্রাক্তন কিংবদন্তি কোমান কোচের দায়িত্ব নিয়ে পরিষ্কার বললেন, ক্যাম্প ন্যুতে এ বার ‘টোটাল ফুটবল’ মন্ত্র হতে যাচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি নিজে ডাচ। চাই, বল সব সময় আমার ছেলেদের পায়ে থাকুক। পুরো নিয়ন্ত্রণ নিয়ে ওরা এক-একটা ম্যাচ জিতুক।’’

কিন্তু টোটাল ফুটবল প্রয়োগে মেসি ছাড়া আর কারা কোমানের ভাবনায় রয়েছে তা কিন্তু পরিষ্কার হয়নি। বার্সায় কোচ হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গেল, ‘‘কারও নাম বলব না। সেটা আমার অপছন্দ। আসল ব্যাপার ক্লাবের জন্য কোনটা সব চেয়ে ভাল বুঝে নিজের কাজটা করা। জানি এখানে অনেক বয়স্ক ফুটবলার আছে। তাদের নিয়ে সংশয়ও আছে। কিন্তু তার মানে এই নয়, সিনিয়রদের অসম্মান করতে হবে। তা ছাড়া কারও বয়স ৩১, ৩২ বা ৩৩ হয়ে যাওয়া মানেই সে ফুরিয়ে গিয়েছে এমন নয়। সব কিছুই নির্ভর করে তার মধ্যে এখনও কতটা ভাল খেলার খিদে অবশিষ্ট রয়েছে।’’ পাশাপাশি, শুরুতেই কড়া বার্তাও দিয়ে রাখলেন তিনি। বলে দিলেন, ‘‘বার্সায় থাকতে চায় এমন ফুটবলারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এখানে খেলতে যদি কারও ভাল না লাগে তা হলে তার চলে যাওয়াই উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement