লক্ষ্য: প্রস্তুতিতে জোর দিতে চান এখন নীরজ। ফাইল চিত্র।
ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে টোকিয়ো অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জিতে তিনি দেশের খেলাধুলোকে পৌঁছে দিয়েছেন অন্য মাত্রায়। নীরজ চোপড়া জানিয়ে দিলেন, নতুন বছরে আরও সাফল্য ছিনিয়ে আনার লক্ষ্য নিয়ে ডুবে যেতে চান নিবিড় অনুশীলনে।
বুধবার গণমাধ্যমে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন নীরজ। আগামী ৯০ দিন তিনি অনুশীলন করবেন জার্মানির প্রখ্যাত কোচ ক্লাউস বার্তোনিজ়ের সঙ্গে। এই বিষয়ে তাঁকে সবুজ সঙ্কেত দিয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। তার পরেই তিনি চলে যান ক্যালিফোর্নিয়ার শহর চুলা ভিস্তায়। আগামী বছরে রয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। তার জন্য এখানেই নতুন উদ্যমে ভবিষ্যতের রূপরেখা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন নীরজ।
সেখানকার ট্র্যাকে নিজের ছবি পোস্ট করে তিনি গণমাধ্যমে লিখেছেন, “অতীতকে বিশ্রামে পাঠানোর এটাই সময়। তাকাতে হবে ভবিষ্যতের দিকে। এখানে অফ-সিজনের প্রস্তুতি নিতে এসেছি। আশা করছি, এই প্রস্তুতির মাধ্যমে ভবিষ্যতে আরও ভাল কিছু করতে পারব।” তিনি আরও লিখেছেন, “এক নতুন লক্ষ্য নিয়ে এই শহরে এসেছি। তবে আমাকে এই বিশেষ অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকব স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার কর্তাদের কাছে। তাঁরা খুব কম সময়ের মধ্যে আমাকে এখানে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন।”
চুলা ভিস্তা এলিট ট্রেনিং সেন্টারে এই বিশেষ প্রস্তুতির জন্য খরচ হবে ৩৮ লক্ষ টাকা। তার পুরোটাই বহন করবে টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্প থেকে।