পাকিস্তানকে জিতিয়ে চোখে জল নাসিমের

রবিবার শ্রীলঙ্কার রান ছিল ২১২-৭। সোমবার শেষ দিনে স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেনি দ্বিমুথ করুণারত্নের দল। মাত্র ১৬ বলের মধ্যেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পঞ্চম দিন খেলা হয় মাত্র ১৪ মিনিট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৪:২৭
Share:

অপ্রতিরোধ্য নাসিম। ছবি: এএফপি

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শেষ ড্র হয়েছিল। করাচিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারাল পাকিস্তান। সঙ্গে ১-০ ফলে জিতে নিল দুই টেস্টের সিরিজও।

Advertisement

রবিবার শ্রীলঙ্কার রান ছিল ২১২-৭। সোমবার শেষ দিনে স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেনি দ্বিমুথ করুণারত্নের দল। মাত্র ১৬ বলের মধ্যেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পঞ্চম দিন খেলা হয় মাত্র ১৪ মিনিট।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৭৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে শেষ করে দেন ডান হাতি পেসার নাসিম শাহ। সোমবার দিনের শুরুতেই বিশ্ব ফার্নান্দোকে এলবিডব্লিউ করে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট দখল করেন তিনি।

Advertisement

দিন কয়েক আগেই মাতৃবিয়োগ হয়েছে এই নতুন তারকার। এ দিন সাংবাদিক বৈঠকে মায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নাসিম। তার পরেই সাংবাদিক বৈঠক শেষ করে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের জনসংযোগ আধিকারিকেরা।

করাচি টেস্টে টস জিতে ব্যাট করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে তারা করে ১৯১ রান। জবাবে শ্রীলঙ্কা করে ২৭১। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৫৫৫ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। জিততে গেলে শ্রীলঙ্কাকে করতে হত ৪৭৫ রান। কিন্তু সেই রান তাড়া করতে গিয়েই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার ওশাদা ফার্নান্দো (১০২) ও উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশন ডিকওয়েলা (৬৫) ছাড়া কেউ বড় রান পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement