Cricket Australia

ভারতের জয় নিয়ে টুইট অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতির, বন্ধুত্বের বার্তা মোদীরও

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি স্কট মরিসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৭:৪৮
Share:

অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদী ছবি টুইটার

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি স্কট মরিসন। টুইটে তিনি লেখেন, ‘টেস্ট সিরিজ জেতার জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী ও ভারতের ক্রিকেট দলকে। ভারত অস্ট্রেলিয়ার মতো দুই সেরা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট দল আবার ফিরে আসবে’।

Advertisement

এর উত্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘দারুণ সিরিজ জয়। মাঠের মধ্যে দুই দল একে অপরের প্রতিপক্ষ হলেও, দুই দেশ একে অপরের দারুণ বন্ধু’। একটি ছবিও পোস্ট করেন মোদী।

Advertisement

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে জয় পায় ভারতীয় দল। তৃতীয় টেস্ট ড্র হলেও চতুর্থ টেস্টে দারুণ ভাবে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ সিরিজ জিতে নেয় ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement