Naomi Osaka

Naomi Osaka: নাদালের পর উইম্বলডন থেকে নাম তুললেন ওসাকা, তবে খেলবেন অলিম্পিক্সে

রাফায়েল নাদালের পর আরও এক তারকা সরে গেলেন এই প্রতিযোগিতা থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১০:৫৭
Share:

ফরাসি ওপেন চলার সময় ৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা সাংবাদিকদের মুখোমুখি হতে অস্বীকার করেন। —ফাইল চিত্র

ফরাসি ওপেন থেকে মাঝপথে সরে গিয়েছিলেন। এ বার উইম্বলডনেও খেলবেন না বলে জানিয়ে দিলেন নেয়োমি ওসাকা। রাফায়েল নাদালের পর আরও এক তারকা সরে গেলেন এই প্রতিযোগিতা থেকে। তবে অলিম্পিক্সে খেলবেন বলেই জানিয়েছেন জাপানের এই টেনিস তারকা।

Advertisement

২৮ জুন থেকে শুরু এ বারের উইম্বলডন। ওসাকার প্রতিনিধি স্টুয়ার্ট দুগুইদ বলেন, “এই বছর উইম্বলডন খেলবে না ওসাকা। পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় ও। দেশের মাটিতে অলিম্পিক্সে অংশ নেবে ওসাকা।” বৃহস্পতিবার নাদাল জানিয়েছিলেন তিনি সরে দাঁড়াচ্ছেন উইম্বলডন এবং অলিম্পিক্স থেকে। শরীরকে বিশ্রাম দিতেই তাঁর এমন সিদ্ধান্ত।

ফরাসি ওপেন চলার সময় ৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা সাংবাদিকদের মুখোমুখি হতে অস্বীকার করেন। তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই সময়ই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তখন থেকেই প্রশ্ন ছিল তাঁর উইম্বলডনে নামা নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement