Mumbai Indians

প্রেম দিবসে ভালবাসার জোয়ার! ক্রিকেটারদের অন্তরঙ্গ মুহূর্ত উঠে এল নেটমাধ্যমে

প্রেম দিবসের দিনে দলের ক্রিকেটারদের নেটমাধ্যমে শুভেচ্ছা জানাল মুম্বই ইন্ডিয়ান্স

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৫
Share:

ছবি টুইটার

প্রেম দিবসের দিনে দলের ক্রিকেটারদের নেটমাধ্যমে শুভেচ্ছা জানাল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার দলের ক্রিকেটার ও তাঁদের সঙ্গিনীদের ছবি পোস্ট করে আইপিএলে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল।

Advertisement

সেখানে হার্দিক পাণ্ড্য-নাতাশা স্তানকোভিচ ও তাঁদের পুত্র অগস্ত্য যেমন আছেন, তেমনই এই তালিকায় আছেন এই কায়রন পোলার্ড ও তাঁর স্ত্রী। এ ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের পোস্টে নিজেদের সঙ্গীনীদের নিয়ে রয়েছেন রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি ও আদিত্য তারে।

শুধু মুম্বই ইন্ডিয়ান্সই নয়, আইপিএলের বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরও একইভাবে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছে তাদের দলের ক্রিকেটারদের। সেখানে শুরু স্ত্রী বা বান্ধবী নয়, উঠে এসেছে দুই ক্রিকেটারের মধ্যেকার ভালবাসার কথাও। পোস্টে ব্যাঙ্গলোর লিখেছে, ‘‘ব্রোম্যান্স, বন্ধুত্ব কিংবা নিজের প্রতি ভালবাসা। ভালোবাসার দিনে একসঙ্গে সব ধরনের ভালবাসাই জায়গা পেয়েছে আরসিবি-র এই অ্যালবামে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement