ভারতের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ। ছবি: ফাইল চিত্র।
বিরাট কোহালির একটা পোস্টের পর গোটা দেশ জুড়ে প্রবল জল্পনা তৈরি হল। জল্পনায় জল ঢালতে অবশেষে নামতে হল ভারতের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদকে।
কী বলেছিলেন বিরাট কোহালি? কোহালি ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধোনির ভূমিকার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন।সেই ম্যাচে অজিদের রান তাড়া করার সময়ে ধোনির চাপে পড়েই কোহালি বিদ্যুৎগতিতে দৌড়তে শুরু করেন বাইশ গজে। যেটা এক রান হয়, ধোনির জন্যই সেটা দু’রান হয়। সেই ম্যাচের স্মৃতি এখনও জীবন্ত কোহালির মনে।
টুইটারে কোহালি ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত।’ ধোনিকে উদ্দেশ করে কোহালি লেখেন, ‘ফিটনেস পরীক্ষার সময়ে যে ভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’কোহালির এ হেন টুইটের পরেই গোটা দেশের ক্রিকেটভক্তরা ধরে নেন, ধোনি কবে অবসর নেবেন, তা জানেন কোহালি। আর তাই তিনি তিন বছর আগের একটি ম্যাচের কথা উল্লেখ করে পোস্ট করেছেন।
এর পরেই ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হয় প্রসাদকে। যার উত্তরে প্রসাদ প্রথমটায় বিস্মিত হয়ে যান। বিস্ময়ের ঘোর কাটিয়ে প্রসাদ বলেন, ‘‘এই খবরে সত্যি আমি অবাক হয়ে গিয়েছি। ধোনি মোটেও অবসর নিচ্ছে না। এরকম কোনও খবর আমার কাছে নেই।’’ধোনির স্ত্রী সাক্ষীও টুইট করেন, ‘একেই বলে গুজব।’ ধোনি অবশ্য তাঁর অবসর নিয়ে কোনও মন্তব্যই করেননি।
আরও পড়ুন: পাকিস্তানে আসছেন না মালিঙ্গারা, টুইটারে তীব্র ক্ষোভ উগরে দিলেন শোয়েব
আরও পড়ুন: বাদ রাহুল, দলে শুভমান, দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দল