Wasim Jaffer

কেরিয়ারে এই উচ্চতায় পৌঁছবেন, সেটা নিজেই ভাবেননি ধোনি!

ছোট শহর থেকে আসা অধিকাংশ ক্রিকেটারের মতো ধোনির উচ্চাশাও ছিল সীমিত। সেই সময় ধোনির সঙ্গে একই সাজঘরে কাটিয়েছিলেন ওয়াসিম জাফর। ফেলে আসা দিনগুলোয় ফিরে গিয়ে জাফর শুনিয়েছেন সেই সময়ের ধোনির কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১০:৫৩
Share:

২০০৫ সাল। আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি তখন সবে এসেছেন। ছবি: রয়টার্স।

২০০৪ সালে বাংলাদেশে যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন, তখন নজর কাড়তে পারেননি। ক্রিকেটমহলে কেউ ভাবতেই পারেনি যে মহেন্দ্র সিংহ ধোনির কেরিয়ার এই উচ্চতায় উঠবে। এমনকি, স্বয়ং তিনিও নাকি এই সাফল্যের কথা ভাবেননি।

Advertisement

ছোট শহর থেকে আসা অধিকাংশ ক্রিকেটারের মতো ধোনির উচ্চাশাও ছিল সীমিত। সেই সময় ধোনির সঙ্গে একই সাজঘরে কাটিয়েছিলেন ওয়াসিম জাফর। ফেলে আসা দিনগুলোয় ফিরে গিয়ে জাফর শুনিয়েছেন সেই সময়ের ধোনির কথা। সোশ্যাল মিডিয়ায় জাফর লিখেছেন, “জাতীয় দলে প্রথম এক বা দুই বছরে আমার মনে আছে যে ধোনি বলত, ও ক্রিকেট খেলে ৩০ লক্ষ টাকা আয় করতে চায়। যাতে কি না রাঁচীতে বাকি জীবন শান্তিতে কাটাতে পারে।”

আরও পড়ুন: লকডাউনে হার্দিক-ক্রুণালের ইন্ডোর ক্রিকেট, ভিডিয়ো জনপ্রিয় হল সোশ্যাল মিডিয়ায়​

Advertisement

আরও পড়ুন: লকডাউনে বাড়িতে, পূজারার অন্য রকম ছবি পোস্ট করল বিসিসিআই​

টুইটারে এক ক্রিকেটপ্রেমী প্রশ্ন করেছিলেন যে ধোনির সঙ্গে তাঁর সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা। এর উত্তরেই জাফর এই টুইট করেন। তিনি ধোনির কেরিয়ারের শুরুর কথা বলেছেন। কিন্তু এমএসডি-র কেরিয়ারের শেষের দিক নিয়ে এখন চলছে জল্পনা। ২০১৯ সালের জুলাইয়ে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ধোনি। এখন আইপিএল অনিশ্চিত হয়ে পড়ায় তিনি আর কখনও জাতীয় দলে ফিরতে পারবেন কি না, সেই জল্পনা জোরদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement