MS Dhoni

ধোনির খেতের সব্জি এবার দুবাই পাড়ি দেবে

এই সংস্থার মাধ্যমেই ঝাড়খণ্ডের কৃষি বিভাগ গালফ দেশগুলিতে তাদের আনাজ এতদিন রপ্তানি করে এসেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ২২:০৪
Share:

ধোনির সেই ফার্ম। ছবি: সোশ্যাল মিডিয়া

মহেন্দ্র সিংহ ধোনির মতোই জনপ্রিয় হচ্ছে তাঁর ক্ষেতের সব্জি। চাহিদা হুহু করে বাড়ছে। এবার ধোনির রাঁচির ফার্ম হাউসের সব্জি পাড়ি দেবে দুবাই। এখন তার চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে।

Advertisement

ধোনির রাজ্য ঝাড়খণ্ডের কৃষি বিভাগ এই সব্জি দুবাইয়ে পাঠানোর দায়িত্ব নিয়েছে। তার জন্য একটি এজেন্সিকেও বাছা হয়ে গিয়েছে। ‘অল সিজন ফার্ম ফ্রেশ’ এজেন্সি এই কাজ করবে। এই সংস্থার মাধ্যমেই ঝাড়খণ্ডের কৃষি বিভাগ গালফ দেশগুলিতে তাদের আনাজ এতদিন রপ্তানি করে এসেছে।

রাঁচির সেম্বো গ্রামের রিং রোডে ধোনির খামার বাড়ি। মোট ৪৩ একর জায়গা জুড়ে এই খামার বাড়ি। তার মধ্যে ১০ একর জমিতে চাষ হয়। এখানকার লিচু, বাঁধাকপি, পেঁপে, টম্যাটো, ব্রকলি, কড়াইশুঁটি অত্যন্ত জনপ্রিয়।

Advertisement

দুবাইতে ধোনিকে নিয়ে ব্যপক উৎসাহ। স্ত্রী সাক্ষীকে নিয়ে ধোনি এখন দুবাইতেই রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement