IPL

MS Dhoni: ধোনি অনুশীলন শেষ করেই হঠাৎ ঝোপে ঢুকে গেলেন, কেন? দেখুন ভিডিয়ো

চেন্নাই সুপার কিংসের অনুশীলনে এমন ছক্কা হাঁকিয়েছেন ধোনি যে, বল হারিয়ে যায়। তিনি নিজেই সেই বল খোঁজার কাজে লেগে পড়েন। ঢুকে পড়েন পাশের ঝোপে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ২০:২২
Share:

অনুশীলনে নেমেই মারমুখী মেজাজে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি - টুইটার

এ যেন নিজের কৃতকর্মের ফল। বন-বাদাড়ে ঢুকতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংসের অনুশীলনে এমন ছক্কা হাঁকিয়েছেন তিনি যে, বল হারিয়ে যায়। ধোনি নিজেই সেই বল খোঁজার কাজে লেগে পড়েন।

Advertisement

ধোনির অনুশীলন এবং বল খুঁজতে যাওয়ার সেই ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। সেই ভিডিয়োতে প্রথমে ধোনির পাঁচটি শট দেখা যাচ্ছে। প্রত্যেকটি শটই মাঠের বাইরে গিয়ে পড়েছে।

ভিডিয়োর পরের অংশে দেখা যাচ্ছে ধোনি মাঠের বেড়া টপকে সাইট স্ক্রিনের পিছনের ঝোপে ঢুকে পড়েছেন। তাঁর শটে হারিয়ে যাওয়া বলগুলি তন্ন তন্ন করে খুঁজেছেন। সঙ্গে কয়েক জন সতীর্থও ছিলেন। তাঁর কয়েকটি বল খুঁজে বার করেন।

Advertisement

সিএসকে এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘ধোনিস সিক্সেস। আওয়ার লাভ ফর থালা। আউট অফ বাউন্ডস।’ এই ভিডিয়ো মুহূর্তের মধ্য ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement