India

India vs England 2021: কোহলীদের তৃতীয় টেস্টে বুধবার বাধ সাধবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

বিলেতের খামখেয়ালি আবহাওয়া ও বৃষ্টির জন্য হেডিংলে টেস্টের প্রথম দিনের খেলা পণ্ড হতে পারে। ফলে সেটা নিয়ে চিন্তায় রয়েছে বিরাট কোহলীর ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ২০:১৪
Share:

মঙ্গলবার আকাশ পরিষ্কার। তবে বুধবার কি হবে জানা নেই। ছবি - টুইটার

লর্ডস টেস্ট জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বুধবার থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। তবে বিলেতের খামখেয়ালি আবহাওয়া, খারাপ আলো ও বৃষ্টির জন্য হেডিংলে টেস্টের প্রথম দিনের খেলা কিছুটা হলেও পণ্ড হতে পারে। ফলে সেটা নিয়ে চিন্তায় রয়েছে বিরাট কোহলীর ভারত।

Advertisement

লিডসের হাওয়া দফতরের পূর্বাভাস, টেস্টের প্রথম দিন একনাগাড়ে বৃষ্টির তেমন আশঙ্কা না থাকলেও আকাশে কালো মেঘ থাকবে। ফলে খারাপ আলোর জন্য খেলা দেরি করে শুরু হতে পারে। মাঝেমধ্যে খেলা বন্ধও হতে পারে।

ট্রেন্ট ব্রিজ টেস্টে রোজই বৃষ্টি হয়। পঞ্চম দিন এক বলও খেলা হয়নি। সেই টেস্ট ড্র হয়ে যায়। লর্ডস টেস্টে ভারত ১৫১ রানে জিতলেও সেখানেও মাঝেমধ্যে বৃষ্টি ও খারাপ আলোর জন্য খেলা বন্ধ ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement