কলকাতা বিমানবন্দরে আন্দ্রে চেরনিশফ। নিজস্ব চিত্র।
কলকাতায় চলে এলেন মহমেডান প্রশিক্ষক আন্দ্রে চেরনিশফ। শুক্রবার বিকেলে শহরে পৌঁছে যান তিনি। ক্লাবের তরফ থেকে সচিব দানিশ ইকবাল তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
শহরে এসে চেরনিশফ বলেন, ‘‘আমি খুব দ্রুত গোটা ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়ে মহমেডানকে একটা উচ্চতায় পৌঁছে দিতে চাই।’’
খেলোয়াড় হিসেবে তাঁর রেকর্ড বেশ ভাল। ইউরোপ সেরা হওয়া রাশিয়ার অনুর্দ্ধ-২১ দলের সদস্য ছিলেন তিনি।
সহকারী প্রশিক্ষক হিসেবে রাশিয়া দলের দায়িত্ব সামলেছেন চেরনিশফ। ২০০৩ সালে স্পার্টাক মস্কো দলের প্রশিক্ষক হন তিনি।
গত মরশুমে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। এবার তাই আই লিগের পাশাপাশি কলকাতা লিগকেও পাখির চোখ করছেন মহমেডান কর্তারা। তিন বছরের চুক্তিতে চেরনিশফকে নিয়ে এসেছেন তাঁরা।