ফাতাউকে ছেড়ে দিতে পারে মহমেডান। ছবি ফেসবুক।
মহমেডান জার্সি গায়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচই হতে পারে মহম্মদ ফাতাউয়ের শেষ ম্যাচ। বৃহস্পতিবারের ম্যাচে প্রথম থেকেই খেলান হতে পারে। সেই ম্যাচে ভাল পারফর্ম করতে না পারলে ছাঁটাই হতে হবে তাঁকে। এখনও সেভাবে খেলতেই পারেননি ঘানার এই স্ট্রাইকার। তাই তাঁকে নিয়ে একেবারেই খুশি নন মহমেডান টিম ম্যানেজমেন্ট।
আনন্দবাজার ডিজিটালকে মহমেডানের ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস বলেন, ‘‘একটা ফুটবলারকে এত কম সুযোগ দিয়ে বাদ দেওয়া যায় না। আর নতুন ফুটবলার আনতে গেলেও কোয়েরান্টিনে রাখতে হবে সেই ফুটবলারকে। তারপর দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। তবে, আইএসএলের কোনও ভাল ফুটবলার থাকলে তাকে নেওয়ার চেষ্টা করছি। চার্চিল ম্যাচে আমরা চার বিদেশি ফুটবলারকে খেলানোর চেষ্টা করছি।’’
চার্চিল ব্রাদার্স প্রথম ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে ৫-২ গোলে হারিয়েছে। আর অন্যদিকে সুদেভা এফসিকে ১-০ গোলে হারিয়েছে মহমেডান। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকতে চাইছে তারা।
আরও পড়ুন: চোখে বিপক্ষের পা, মারাত্মক চোট পেলেন মোহন গোলরক্ষক অরিন্দম