প্রস্তুত: দু’বছর পরে ওয়ান ডে টিমে ফিরলেন শামি। ফাইল চিত্র
দু’বছর পরে আবার ওয়ান ডে ক্রিকেটের দুনিয়ায় ফিরলেন মহম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পাওয়ার পরে সোমবার শামি বলেছেন, ‘‘দু’বছর অনেকটা সময়। এই সময় আমি ফিটনেসের ওপর খুব জোর দিয়েছি। আমার যে দুর্বলতাগুলো ছিল, সেগুলো ঠিক করেছি। আমি অনেক ছিপছিপে হয়েছি। আশা করছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল কিছু করে দেখাতে পারব। নিজের সেরাটা দিতে আমি তৈরি।’’
উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা এবং শামি। ইংল্যান্ডের মাটিতে পেস আক্রমণের দায়িত্বে এই চার বোলারই। যে চার জন এখন আইপিএলে খেলে চলেছেন। শামি বলছেন, ‘‘আইপিএল আমার কাছে ভাল একটা মঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আমি সাত-আটটা ম্যাচ এখানে পেয়ে যাচ্ছি।’’
দিল্লি ডেয়ারডেভিলসে খেলার জন্য জাহির খানের পরামর্শ পেয়েছেন তিনি। এতে কতটা উপকৃত হলেন? শামি বলছেন, ‘‘প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আপনি যখন কথা বলবেন, তখন অনেক মূল্যবান পরামর্শ পাবেন। জাহির ভাইয়ের সঙ্গে কথা বলা মানেই আপনি অনেক কিছু জানতে পারবেন।’’
আরও পড়ুন: নতুন জুটির চাপে উঠছে গম্ভীর প্রশ্ন