India vs South Africa

সঞ্জু-তিলকের জোড়া শতরান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কী ভাবে টি২০ সিরিজ় জিতল ভারত?

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতীয় দল ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। শুক্রবার জিততে পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়‌ জয়ের সুযোগ ভারতের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২০:০২
Share:

একটি উইকেটের পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০০:২৮ key status

সিরিজ়‌ ভারতের

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজ়‌ জিতল ভারত।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০০:২২ key status

আউট মহারাজ

তিলকের দুরন্ত ক্যাচে আউট মহারাজ (৬)। 

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০০:০৯ key status

আউট কোয়েৎজ়ি

এসেই উইকেট অক্ষর পটেলের। তুলে মারতে গিয়ে আউট কোয়েৎজ়ি (১২)।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০০:০১ key status

আউট সিমেলানে

বরুণের বলে মারতে গিয়ে ক্যাচ দিলেন সিমেলানে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৫৫ key status

আউট স্টাবস

বিশ্নোইয়ের বলে এলবিডব্লিউ স্টাবস (৪৩)। দক্ষিণ আফ্রিকা ৯৬/৬।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৫২ key status

আউট মিলার

বরুণের বল তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে তিলকের হাতে ধরা পড়লেন মিলার (৩৬)। দক্ষিণ আফ্রিকা ৯৬/৫।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৪৫ key status

লড়াই স্টাবস-মিলারের

দীর্ঘ ক্ষণ দক্ষিণ আফ্রিকার কোনও উইকেট ফেলতে পারেনি ভারত। লড়াই করছেন স্টাবস এবং মিলার।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:২০ key status

কমেছে রান তোলার গতি

একের পর এক উইকেট পড়ায় প্রোটিয়াদের রান তোলার গতি অনেকটাই কমে গিয়েছে। পাওয়ার প্লে-তে মাত্র ৩০ রান তুলেছে তারা।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:০২ key status

আরশদীপ ফেরালেন ক্লাসেনকে

টানা দ্বিতীয় বলে উইকেট পেলেন আরশদীপ। তাঁর সুইং বুঝতে পারেননি ক্লাসেন। বল লাগে প্যাডে। রিভিউ নিয়েও বাঁচলেন না ক্লাসেন।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২৩:০০ key status

আবার উইকেট আরশদীপের

উঁচু করে মেরেছিলেন মার্করাম। এক বার ফস্কেও বল তালুবন্দি করলেন রবি বিশ্নোই। ৮ রান করলেন মার্করাম।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:৫১ key status

হার্দিক ফেরালেন রিকেলটনকে

হার্দিকের বলে হুক করতে গিয়ে উইকেটকিপার সঞ্জুর হাতে ক্যাচ দিলেন রিকেলটন (১)।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:৪৪ key status

আউট রিজা

তৃতীয় বলেই উইকেট পেল ভারত। রিজা হেনড্রিক্সকে বোল্ড করলেন আরশদীপ সিংহ।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:২৪ key status

রানের পাহাড়ে ভারত

বাংলাদেশের পর আবার টি-টোয়েন্টি ক্রিকেটে রানের পাহাড়ে ভারত। টেস্ট খেলিয়ে দেশ হিসাবে টি২০-তে দ্বিতীয় সর্বোচ্চ রান তাদেরই হল। দুই ব্যাটার দ্বিতীয় উইকেটে ২১০ রান যোগ করেন। শেষ পর্যন্ত সঞ্জু ১০৯ এবং তিলক ১২০ রানে অপরাজিত থাকলেন।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:১২ key status

তিলকের শতরান

টানা দ্বিতীয় ম্য়াচে শতরান করলেন তিলক। ছুঁয়ে ফেললেন সঞ্জুর নজির। ৪১ বলে শতরান করেছেন তিলক।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:০৬ key status

ক্যাচ মিস্ জানসেনের

তিলকের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন জানসেন।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২১:৫২ key status

আবার শতরানের দিকে এগোচ্ছেন সঞ্জু

ভারতীয় ব্যাটার এই মুহূর্তে খেলছেন ৯১ রানে। সিরিজ়‌ে দ্বিতীয় শতরান কি করতে পারবেন? টানা দ্বিতীয় শতরানের সামনে তিলকও।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২১:৩০ key status

চোট তিলকের

বাঁ কাঁধে চোট পেয়েছেন তিলক। আপাতত মাঠেই তাঁর চিকিৎসা চলছে।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২১:২৯ key status

অর্ধশতরান সঞ্জুর

প্রথম ম্যাচে শতরানের পর টানা দুটি ম্যাচে শূন্য করেছিলেন। আবার ফর্মে ফিরলেন সঞ্জু। এই মুহূর্তে খেলছেন ৬৬ রানে।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২১:০৬ key status

আউট অভিষেক

অফস্টাম্পের বাইরে বল ফেলেছিলেন সিপামলা। অভিষেক শট খেলতে গেলেও ঠিকঠাক লাগল না। খোঁচা দিলেন হেনরিখ ক্লাসেনের হাতে। ফিরলেন ৩৬ রানে।

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২০:৪৫ key status

ভারত ২ ওভারে ১৬-০

ক্রিজ়‌ে রয়েছেন সঞ্জু এবং অভিষেক। শুরু থেকেই চালিয়ে খেলছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement