মোহনবাগানকে ত্রিমুকুট জেতালেন শামি

ভারতের মাঠে প্রথম গোলাপি বলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহনবাগান। যার সুবাদে সিএবি নকআউট, জেসি মুখোপাধ্যায়ের পর মরসুমের তৃতীয় ট্রফি সিএবি সুপার লিগ ঢুকল সবুজ-মেরুন তাঁবুতে। ফলে ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট হল বাগানের। এ দিন ইডেনে সুপার লিগের ফাইনালে মহম্মদ শামির দল জিতল ২৯৬ রানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৯:০৬
Share:

ট্রফি নিয়ে সুপার লিগ চ্যাম্পিয়নরা। মঙ্গলবার ইডেনে। ছবি: শঙ্কর নাগ দাস

ভারতের মাঠে প্রথম গোলাপি বলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহনবাগান। যার সুবাদে সিএবি নকআউট, জেসি মুখোপাধ্যায়ের পর মরসুমের তৃতীয় ট্রফি সিএবি সুপার লিগ ঢুকল সবুজ-মেরুন তাঁবুতে। ফলে ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট হল বাগানের।

Advertisement

এ দিন ইডেনে সুপার লিগের ফাইনালে মহম্মদ শামির দল জিতল ২৯৬ রানে। গোটা ম্যাচে সাত উইকেট নিয়ে ম্যাচের নায়কও শামি। ম্যাচের পর ঐতিহাসিক গোলাপি বল নিয়ে বাড়ি যাওয়ার আগে (যদিও বোর্ড ম্যাচ বলের অবস্থা দেখতে চাওয়ায় তা সাময়িক ফেরাতে হবে শামিকে) বলেও যান, ‘‘ভারতের প্রথম গোলাপি বলের ম্যাচে জেতা এবং ম্যান অব দ্য ম্যাচ হওয়ার আনন্দ বলে বোঝানো যাবে না।’’ শিশির পড়লে গোলাপি বল কী রকম আচরণ করবে, তা নিয়ে নিশ্চিত নন শামি। বলেন, ‘‘যে ভাবে সূর্য ডুবলে বল কাটছে বা সুইং করছে, তাতে শিশির পড়লে এই বল কী রকম আচরণ করবে তা এখনও বোঝা যাচ্ছে না।’’ শামি আরও বলেন, ‘‘প্রথম ইনিংসে রিভার্স সুইং পেয়েছি। মনে হচ্ছে পরিবেশ ও পিচ শুকনো থাকলে গোলাপি বলও রিভার্স সুইং করবে।’’ ভারতীয় দল ও মোহনবাগানে শামির সতীর্থ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বলে যান, ‘‘সামনের দিকে পড়া ডেলিভারিগুলো যে ভাবে হঠাৎ হঠাৎ সুই করছে তার সঙ্গে অভ্যস্ত নই।’’

আগের দিনের ১৩২-৬ নিয়ে খেলতে নামলে এ দিন ম্যাচ শুরুর ৩৫ মিনিটের মধ্যেই অলআউট হয়ে যায় ভবানীপুর। ৪৮.৩ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। শামির সঙ্গেই তাল মিলিয়ে ৩২ রানে পাঁচ উইকেট নেন মোহনবাগানের সিমার বিবেক সিংহ। ভাল বল করলেন মোহনবাগানের সৌরভ মণ্ডলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement