joe root

দেশে ফিরেই রুটের পাশে দাঁড়ালেন মইন

বিতর্কের জেরে মইন আর রুটের সম্পর্কে কোনও প্রভাব পড়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৭
Share:

সমর্থন: অধিনায়কের প্রতি আস্থাই রাখছেন মইন আলি। ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নিয়ে একটা বিতর্ক বড় হয়ে দেখা দিয়েছে। রোটেশন পদ্ধতিতে ক্রিকেটারদের খেলানো। এবং, ফর্মে থাকা ক্রিকেটারদের দেশে পাঠিয়ে দেওয়া। সর্বশেষ ক্রিকেটার যিনি দেশে ফিরে গিয়েছেন, তাঁর নাম মইন আলি। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে দু’ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। দ্বিতীয় ইনিংসে পাঁচটি ছয়ের সাহায্যে ঝোড়ো ৪৩ রান করে যান। কিন্তু তার পরেই দেশে ফিরে যান মইন।

Advertisement

কিন্তু তাঁর ফেরা নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দ্বিতীয় টেস্টের শেষে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন, ‘‘দেশে ফিরে যাওয়াটা মইনের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।’’ যা নিয়ে বিতর্ক দেখা দেয়। জানা যায়, সে দিন রাতেই রুট গিয়ে মইনের কাছে ক্ষমা চেয়ে নেন। পরের দিন সাংবাদিকদের সামনে এসে ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বলে যান, ‘‘ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত। বাকিদের ক্ষেত্রে যা রাস্তা নেওয়া হয়েছে, মইনের ক্ষেত্রেও তাই। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই মেনে দেশে ফিরে যায় মইন।’’

এই বিতর্কের জেরে মইন আর রুটের সম্পর্কে কোনও প্রভাব পড়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। ইংল্যান্ডে ফিরে গিয়ে মইন সে জল্পনায় জল ঢেলে দেন। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মইন বলেন, ‘‘রুটকে আমি অনেক দিন থেকে চিনি। রুট যা বলেছিল, তা সম্পূর্ণ ভুলবশতই বলে। কোনও উদ্দেশ্য নিয়ে কিছু বলেনি।’’

Advertisement

মইন এও বলেছেন, ‘‘ব্যাপারটা এমন কিছু বড় নয়। শুরুতেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল। ঘটনার পরেই ও আমাকে মেসেজ করেছিল। ফোনও করে। এ সব ব্যাপার হয়েই থাকে।’’ ইংল্যান্ডের অফস্পিনার এও বুঝতে পারছেন না, কেন এই ব্যাপারটা নিয়ে এত আলোচনা হচ্ছে। মইন বলেছেন, ‘‘কেউ, কেউ আছে যারা তিলকে তাল করতে পারে। যারা ঘটনার সঙ্গে জড়িত, তারা জানে এ সব কত ছোটখাটো ব্যাপার। আমার কাছে ব্যাপারটা শুরুতেই মিটে গিয়েছিল।’’

গত কাল সাংবাদিক বৈঠকে এসে রুটও বলে যান, ‘‘ভুলটা পুরোপুরি আমার। মইনের সঙ্গে যা ঘটেছিল, তা আমার কথায় বোঝা যায়নি। যার ফলে অনেকে অনেক কিছু ভেবেছিলেন। যেটা মইনের দিক দিয়ে দেখলে খুবই অনুচিত হয়েছে। আমার ভুলেই মইন ওই রকম পরিস্থিতিতে পড়ে যায়। যার জন্য আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছি।’’ মইন আবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে ফিরে আসবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement