Ebaine Bridges

Ebanie Bridges: লাস্যময়ী বক্সারের ‘ক্লাব ৬৯’! নেটমাধ্যমেই উদ্দাম প্রেম মডেলের সঙ্গে

অস্ট্রেলিয়ার মহিলা বক্সার ব্রিজ টুইটারে সবসময় ৬৯ জনকে ফলো করেন। তাঁর ৬৯ ক্লাবে জায়গা পেয়েছেন মডেল উইল। সেখানেই চলছে তাঁদের উদ্দাম প্রেম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৬:৫৬
Share:

এবাইনি ব্রিজ। ফাইল ছবি।

এবাইনি ব্রিজ। অস্ট্রেলিয়ার পেশাদার মহিলা বক্সার। ব্যান্টম ওয়েট বিভাগে দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন। বক্সিং রিংয়ে তাঁকে হারানো কঠিন। ৩৫ বছরের লাস্যময়ী বক্সারকে হারানো বোধ হয় আরও কঠিন নেটমাধ্যমের জনপ্রিয়তায়। সম্প্রতি তিনি ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছেন অনেকটা।

Advertisement

সাহসী পোশাক এবং সাহসী ছবিতে নেটমাধ্যমে তাঁর উপস্থিতি সবসময়ই উজ্জ্বল। অসংখ্য ফলোয়ার থাকলেও টুইটার অ্যাকাউন্টে ব্রিজ ফলো করেন মাত্র ৬৯ জনকে। ফলোয়ার পরিবর্তন হলেও ফলোয়ারের সংখ্যা কখনও বাড়তে বা কমতে দেন না অস্ট্রেলীয় বক্সার। কারণ? যৌন সঙ্গমের ক্ষেত্রে ‘৬৯’ একটি বিশেষ ভঙ্গি। সেই ভঙ্গিই তাঁর সব থেকে পছন্দের।

ব্রিজ যাঁদের টুইটারে অনুসরণ করেন, তাঁদের নিয়ে তৈরি করেছেন ক্লাব ৬৯। উল্লেখযোগ্য ভাবে তাঁরা সকলেই পুরুষ। তাঁদের সঙ্গে চ্যাট করেন ব্রিজ। সেই কথাবার্তার প্রায় সবই প্রাপ্তবয়স্ক সুলভ। কিছু কথোপকথন বেশ রগরগেও। সম্প্রতি ব্রিজ ফলো করতে শুরু করেছেন ব্রিটিশ-অস্ট্রেলীয় মডেল উইল পারফিটকে। নেটমাধ্যমে তাঁদের রগরগে কথোপকথনই এখন আলোচনার কেন্দ্রে।

Advertisement

—ফাইল চিত্র

উইলকে নিজের বেশ কিছু খোলামেলা ছবি পাঠিয়েছেন ব্রিজ। সেগুলির মধ্যে রয়েছে শুধু অন্তর্বাস পরা ছবিও। ব্রিজের ‘ক্লাব ৬৯’-এ জায়গা পেয়ে উচ্ছ্বসিত উইলও। ব্রিজও বলেছেন, ‘‘যোগ্য বলেই ৬৯ জনের মধ্যে নিয়েছি উইলকে। ওর মতো আকর্ষণীয় পুরুষ বেশি নেই।’’ দু’জনে এখনও ডেটিং শুরু করেননি। কিন্তু নেটমাধ্যমেই কার্যত যৌনতার ঝড় তুলেছেন তাঁরা। লাস্যময়ী ব্রিজের শরীর নিয়েও দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। যা এখন সে দেশে ভাইরাল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement