Michael Susairaj

চোটে নেই সুসাইরাজ, মহড়া শুরু কৃষ্ণদের

সবুজ-মেরুন শিবিরের কারও কারও ধারণা, প্রণয় হালদার, প্রবীর দাস, প্রীতম কোটালদের মতোই ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাঙালি ডিফেন্ডারের। তাই সমস্যা হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৫:৩১
Share:

ধাক্কা: সুসাইরাজের চোট নিয়ে উদ্বেগ সবুজ-মেরুন শিবিরে। ফেসবুক

ইন্ডিয়ান সুপার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ পাঁচ দিন পরেই। সেই লক্ষ্যে রবিবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু হয়ে গেল সবুজ-মেরুন শিবিরে। রবিবার সকালে গোয়ায় রয় কৃষ্ণ, প্রবীর দাসদের ঘণ্টাদেড়েক হাল্কা অনুশীলন করান এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।

Advertisement

কেরল ব্লাস্টার্স ম্যাচের পরে এ দিনই প্রথম অনুশীলনে নেমেছিল এটিকে-মোহনবাগান। সেখানেই আভাস পাওয়া গিয়েছে ডার্বিতে মাইকেল সুসাইরাজকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন হাবাস। অতীতে আই লিগের দল চেন্নাই সিটি এফসি এবং আইএসএলে জামশেদপুর এফসি-র হয়ে খেলা এই আক্রমণাত্মক লেফ্ট উইঙ্গার প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে বিপক্ষ ডিফেন্ডার প্রশান্ত কারুতাগাকুনির ট্যাকলে হাঁটুতে চোট পেয়েছিলেন। শনিবার চোটের জায়গায় ফোলা থাকলেও এ দিন সেই তা কিছুটা কমেছে তাঁর। মাটিতে পা ফেলতে পারলেও ব্যথা রয়েছে। হাবাসের ৩-৫-২ ছকে বাঁ-দিক থেকে সুসাইরাজের প্রচণ্ড গতিতে বিপক্ষ রক্ষণে ঢুকে পড়া, ফাঁকা জায়গা কাজে লাগানোয় দক্ষতা রয়েছে। কিন্তু চোট পাওয়া এই ফুটবলারকে ডার্বিতে খেলিয়ে ঝুঁকি বাড়াতে চান না হাবাস। রবিবার বিকেলের দিকে এমআরআই করা হয়েছে, সুসাইরাজের। রিপোর্ট সোমবার মিলতে পারে। প্রাথমিক ভাবে অনুমান তিন-চারটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। সে ক্ষেত্রে ডার্বির পাশাপাশি তাঁর পুরনো দল জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও মাঠের বাইরে থাকতে হতে পারে সুসাইরাজকে।

সুসাইরাজের বিকল্প হিসেবে শুভাশিস বসুকে তৈরি করছেন হাবাস। সবুজ-মেরুন শিবিরের কারও কারও ধারণা, প্রণয় হালদার, প্রবীর দাস, প্রীতম কোটালদের মতোই ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাঙালি ডিফেন্ডারের। তাই সমস্যা হবে না। ডার্বির জন্য ফুটছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরাও। গত বছর সায়েন্স সিটির কাছে একটি হোটেলে ছিলেন কৃষ্ণ, এদু গার্সিয়ারা। ডার্বির দিন বাইপাস ধরে যুবভারতীমুখী দু’দলের সমর্থকদের যাতায়াত দেখেছেন। এ দিন এটিকে-মোহনবাগানের বঙ্গ ব্রিগেডের কাছে মহারণের গল্পও শুনেছেন তাঁরা। সতীর্থদের জানিয়েছেন, ডার্বির জন্য মনোনিবেশ করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement