Melbourne Cricket Ground

প্রথম দিন থেকেই চর্চা মেলবোর্ন পিচ নিয়ে

আলোচনার কেন্দ্রে উঠে আসছেন মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেজের নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৪:৫১
Share:

—ছবি সংগৃহীত

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শেষে আলোচনায় উঠে আসছে মেলবোর্নের পিচ। এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)-তে প্রথমে ব্যাট করলে গড় রান ইদানীং উঠেছে চারশোরও উপরে। সেখানে এই টেস্টের প্রথম দিনেই পড়েছে ১১টি উইকেট। টেস্ট শুরুর আগে অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স এ রকমই একটি গতিময়, বাউন্স ভরা বাইশ গজ চেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, সেই পিচে ভারতীয় বোলিংকে সামলাতে পারলেন না অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।

Advertisement

আলোচনার কেন্দ্রে উঠে আসছেন মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেজের নাম। ধারাভাষ্য দিতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি জানিয়েছেন, অ্যাডিলেডে আট মিলিমিটার ঘাস রাখা ছিল পিচে। মেলবোর্নে সেটা ১১ মিলিমিটার। অস্ট্রেলীয় ইনিংসের সর্বোচ্চ স্কোরার মার্নাস লাবুশেনও জানিয়েছেন, মেলবোর্নে সাধারণত যে পিচ দেখা যায়, তার চেয়ে এটা একটু অন্য রকম।

দিনের শেষে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে লাবুশেন বলেন, ‘‘অন্যান্য বারের চেয়ে মেলবোর্নের পিচ এ বার বোলারদের বেশি সাহায্য করেছে। সিমে পড়ে বল নড়াচড়া করেছে। সুইং হয়েছে। এমসিজি-তে এটা সাধারণত দেখা যায় না। এর সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের দ্বিতীয় ইনিংসে বড় রান করতে হবে।’’ লাবুশেন এও মেনে নিয়েছেন যে, ভারতীয় বোলাররা তাঁদের চাপে ফেলে দিয়েছিল।

Advertisement

আরও পড়ুন: বছরের শেষ ম্যাচেও সমর্থকদের জয় উপহার দিতে পারলেন না ফাওলার

আরও পড়ুন: জয় অধরা, তবু খুশি ফাওলার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement